×

সারাদেশ

সাতক্ষীরায় একদিনেই পেঁয়াজের দাম দ্বিগুনেরও বেশি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৬ পিএম

সাতক্ষীরায় একদিনেই পেঁয়াজের দাম দ্বিগুনেরও বেশি

ছবি: সংগৃহীত

ভারতীয় সরকার থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার একদিনেই সাতক্ষীরায় পেঁয়াজের দাম দ্বিগুনেরও বেশি হয়েছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাধারণ ক্রেতারা।

শহরের সুলতানপুর বড়বাজারে শুক্রবার (৮ ডিসেম্বর) ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০/৮০ টাকা। রপ্তানি বন্ধ ঘোষণার রাত না পেরোতেই শনিবার (৯ ডিসেম্বর) পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ১৭০ টাকা থেকে ২৮০ টাকা। অনুরুপ দেশি পেঁয়াজ বিক্রি হয়েছিল ১০০ টাকায়। শনিবার তা বিক্রি হচ্ছে ২০০ টাকায়। অস্বাভাবিক এই দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা।

সাতক্ষীরা পৌরসভার কাটিয়া এলাকার বাসিন্দা আবদুর রহিম জানান,‘‘ পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়ে যাচ্ছে, এমন খবর পেয়ে শুক্রবার রাতেই বড়বাজারে এসেছিলাম। ৮০ টাকার পেঁয়াজ কিনেছিলাম ১০০ টাকায়। অথচ রাত পার না হতেই শনিবার বড়বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮০ টাকায়।’’

ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি নওশাদ দেলওয়ার রাজু জানান, ‘বাজারে পেঁয়াজের ঘাটতি নেই। একধরণের অসাধু ব্যবসায়ী সুযোগ বুঝে দাম বাড়াচ্ছে। প্রশাসনের কাছে আহবান করি, দ্রুত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। ’’

রপ্তানি বন্ধের ঘোষণায় ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে তিনি বলেন,‘‘অনেকের এলসি খোলা থাকলেও পণ্য বুকিং না হওয়ায় তারা ব্যবসায়ীকভাবে ক্ষতিগ্রস্থ হবে। সরকারের উচিত ভারত সরকারের সাথে কথা বলে জলদি পেঁয়াজ আমদানির ব্যবস্থা করা। ’’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App