×

সারাদেশ

মেহেরপুরের দুটি আসনে ৮ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৮ পিএম

মেহেরপুরের দুটি আসনে ৮ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল

ছবি: ভোরের কাগজ

মেহেরপুর দুটি আসনে জাতীয় পাটি (জেপি) মওলাদ আলীসহ ৭ সতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করেছে জেলা রিটার্নিং অফিসার। এর মধ্যে মেহেরপুর-১ (মেহেরপুর সদর ও মুজিবনগর) আসনে তিন জন ও মেহেরপুর-২ (গাংনী) আসনে ৫ জনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে।

মেহেরপুর ১ আসনে জাতীয় পাটি (জেপি) মওলাদ আলী খান, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. মিয়াজান আলী ও অপর সহ-সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলামের কাগজ পত্রে ত্রুটি থাকায় তাদেও মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

মেহেরপুর-২ (গাংনী) আশরাফুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাদশা, রাশেদুল হক জুয়েল, নূরুল ইসলাম, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সতন্ত্র প্রার্থী মকলেসুর রহমান মুকুলের কাগজ পত্রে ত্রুটি থাকায় মনোনয়ন পত্র বাতিল করেছে।

মেহেরপুর জেলা প্রশাসক ও জোলা রিটার্নিং অফিসার শামিম হাসান বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ ও মেহেরপুর-২ আসনের মনোনয়ন পত্র যাচাই বাচাই করা হয়েছে। মেহেরপুর-১ সদর ও মুজিবনগর আসনে ১০ টি মনোনয়ন পত্রের মধ্যে ৩ টি মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। মেহেরপুর ৭৪(২) গাংনী আসনে ১৫ টি মনোনয়ন পত্রের মধ্যে ৩ টি মনোনয়ন পত্রকে বাতিল করা হয়েছে। যাদেরকে বাতিল করা হয়েছে তাদের আপিলের সুযোগ রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App