×

সারাদেশ

নারায়ণগঞ্জে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করল জাইকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৩, ০৬:১৩ পিএম

নারায়ণগঞ্জে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করল জাইকা

ছবি: ভোরের কাগজ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ‘বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে’ (বিএসইজেড) আঞ্চলিক ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার (ওএসএসসি) চালু করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। মঙ্গলবার (২৮ নভেম্বর) এটি চালু করা হয়। এ সেন্টার উদ্বোধনের মাধ্যমে দেশের বিনিয়োগের পরিবেশ বৃদ্ধির লক্ষ্যে নিজেদের অবিচল প্রতিশ্রুতি অব্যাহত রেখেছে জাইকা। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কার্যকারিতা এবং সক্ষমতাকে শক্তিশালী করার লক্ষ্যে চালু করা ‘প্রজেক্ট ফর ক্যাপাসিটি বিল্ডিং অব বিইজেডএ অন ইজেড ম্যানেজমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রোমোশন (বিইজেডআইপি)’ শীর্ষক জাইকার কারিগরি সহায়তার অধীনে এই উদ্যোগটি একটি উল্লেখযোগ্য মাইলফলক। দেশের অর্থনৈতিক অঞ্চলে পরিচালিত ব্যবসাগুলোর জন্য প্রদান করা সেবা আরও কার্যকর করার প্রচেষ্টা চালানো হয় এ কেন্দ্রের মাধ্যমে। বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মধ্যে পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য একটি নিরবচ্ছিন্ন এবং দ্রুত প্রক্রিয়া নিশ্চিত করতে প্রতিষ্ঠিত হয়েছে এই আঞ্চলিক ওএসএসসি। লাইসেন্সিং, পারমিট এবং কাস্টমস ক্লিয়ারেন্স সহ বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে বিশেষ কেন্দ্র হিসেবে কাজ করবে এই ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার। অর্থনৈতিক অঞ্চলগুলোকে দক্ষতার সাথে পরিচালনার জন্য বেজা’র সক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি কেন্দ্রীয় এবং আঞ্চলিক ওএসএসসি’র ক্ষেত্রে একটি স্ব-পরিচালনামূলক কাঠামো প্রতিষ্ঠার মাধ্যমে অর্থনৈতিক অঞ্চলগুলো বিনিয়োগ বৃদ্ধি করা বিইজেডআইপি প্রকল্পের লক্ষ্য। বিএসইজেড -এ সদ্য উদ্বোধন করা এই আঞ্চলিক ওএসএসসি অর্থনৈতিক অঞ্চলগুলোতে সুবিধা প্রদানের মাধ্যমে আরও কার্যকরী উপায়ে ব্যবসার জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে অবদান রাখছে। এ কেন্দ্রের গুরুত্ব তুলে ধরে জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে বলেন, ‘বিএসইজেডের আঞ্চলিক ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার জাপান ও বাংলাদেশের মধ্যে অব্যাহত সহযোগিতার একটি প্রমাণ। বিএসইজেডের মধ্যে ব্যবসা পরিচালনার সুবিধার্থে এবং বাংলাদেশের অন্যান্য ইজেডগুলির জন্য একটি রোল মডেল হিসেবে কাজ করে দেশের সামগ্রিক বিনিয়োগ পরিবেশকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এ কেন্দ্রটি।’ অনুষ্ঠানে বক্তাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (জ্যেষ্ঠ সচিব) শেখ ইউসুফ হারুন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি; জাপান-বাংলাদেশ এসইজেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারো কাওয়াচি। আন্তর্জাতিক মানসম্পন্ন দেশের প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল (শিল্প পার্ক) বিএসইজেড। জাপানি ওডিএ ঋণ ব্যবহার করে বাংলাদেশ সরকারের অবকাঠামো উন্নয়নে সহায়তা করে জাইকা। জাপানি ওডিএ ঋণ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ সরকারকে ইক্যুইটিব্যাক ফাইন্যান্স (ইবিএফ) এর মাধ্যমে বিএসইজেড লিমিটেডকে সহায়তা করে জাইকা। তাছাড়া, বেসরকারি খাতের বিনিয়োগ অর্থায়নের মাধ্যমে বিএসইজেড লিমিটেডে সরাসরি ইক্যুইটি বিনিয়োগ করে জাইকা। জাইকা’র বিভিন্ন উদ্যোগের মধ্যে বিএসএজেড বিশেষভাবে উল্লেখযোগ্য; কেননা, এ উদ্যোগ উন্নয়ন থেকে কার্যক্রম পরিচালনা সকল ক্ষেত্রেই জাইকার সামগ্রিকভাবেই বহুমুখী সহায়তা লাভ করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App