×

সারাদেশ

সিলেট-২ আসনে নৌকা প্রতীক পেয়ে উচ্ছ্বাসিত নেতাকর্মিরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ০৩:১৯ পিএম

সিলেট-২ আসনে নৌকা প্রতীক পেয়ে উচ্ছ্বাসিত নেতাকর্মিরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও ওই আসনের সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী।

রবিবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সিলেট-২ আসনে দলীয় প্রার্থী হিসেবে শফিকুর রহমান চৌধুরীর নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নাম ঘোষণার পর থেকে সিলেট-২ আসনের বিশ্বনাথ ও ওসমানী নগর উপজেলা জুড়ে আনন্দের জোয়ার বইছে। চলছে মিষ্টি বিতরণ। রবিবার সন্ধ্যায় বিম্বনাথ পৌর শহরে তাৎক্ষণিক আনন্দ মিছিল বের করে উপজেলা আওয়ামী লীগ।

জানা যায়, ২০০৮ সালে নৌকা প্রতীক নিয়ে সংসদ নির্বাচিত হন শফিকুর রহমান চৌধুরী। পরবর্তিতে ২০১৪ সালে শফিকুর রহমান চৌধুরীকে আবারও নৌকার মনোনয়ন দেয়া হয়। পরে মহাজোটের প্রার্থীকে আসন ছেড়ে দেয়া হয়। আওয়ামী লীগের মনোনয়ন শফিক চৌধুরীকে দেয়ার পর তিনদিন পরে মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ দেন সভানেত্রী শেখ হাসিনা। মহাজোটের প্রার্থী ইয়াহহিয়া চৌধুরী লাঙ্গল প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হন। ২০১৮ সালেও ২য় দফা মহাজোটের প্রার্থীকে আসন ছেড়ে দেয়া হয়। তবে, এই নির্বাচনে মহাজোটের প্রার্থীর ভরাডুবি হয়। এই নির্বাচনে সূর্য প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হন গণফোরাম নেতা মোকাব্বির খান।

বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান বলেন, বিগত ১০ বছর নৌকা প্রতীক পাই নাই। সেই কাঙ্খিত প্রতীক এবার আমরা পেয়েছি। আমাদের দলে কোন কোন্দল নেই। প্রতিযোগিতা নেই শফিক চৌধুরীতে একাট্টা আওয়ামী লীগ।সকল নেতাকর্মিদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীককে বিজয়ী করা হবে।

নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগের টিকেট পেয়ে বিএনপির হেয়েট প্রার্থী এম. ইলিয়াস আলীকে পরাজিত করে নির্বাচিত হয়েছিলাম। বিশ্বনাথ-ওসমানীনগর বাসীর দীর্ঘ ১০ বছরের অপেক্ষা শেষ হয়েছে। সকল নেতাকর্মিকে প্রাধান্য দিয়ে আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীক বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ আসন উপহার দেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App