×

সারাদেশ

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৩, ০৮:৫১ পিএম

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু
ফরিদপুরের আলফাডাঙ্গায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবলু শেখ (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের টুনাপাড়া গ্রমের জনৈক কামালের বাড়ির সামনের রাস্তার খাদ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বৃহস্পতিবার (২৩ নভেম্বর ) সকাল সাড়ে সাতটার দিকে লাশটি উদ্ধার করা হয়। মৃত বাবলু শেখ উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের বাসিন্দা মৃত শুকুর শেখের ছেলে। তিনি বিবাহিত এবং তিন ছেলের বাবা। ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে আলফাডাঙ্গা সাব জোনাল অফিসের এজিএম প্রকৌশলী ফাহিম হোসেন ইভান বলেন, "একটি চক্র বিভিন্ন স্থানে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করছে। নিহত ব্যক্তিও ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন । রাস্তার পাশে বৈদ্যুতিক পোলের নিচে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে মামলা করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন জানান, ওই ব্যক্তি দিন মজুরির পাশাপাশি চুরি করতেন। ওই ব্যক্তির লাশ রাস্তার পাশে যেখানে পড়ে ছিল সেখানে পল্লিবিদ্যুৎ এর একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার ছিল। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি তার সহযোগীদের নিয়ে ওই বৈদ্যুতিক ট্রান্সফরমারটি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। ওসি বলেন, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App