×

সারাদেশ

কুড়িগ্রাম-৩: নদীভাঙ্গন রোধ ও দারিদ্রতা দূরীকরণ প্রাধান্য পাবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৩, ০৮:৩৩ পিএম

কুড়িগ্রাম-৩: নদীভাঙ্গন রোধ ও দারিদ্রতা দূরীকরণ প্রাধান্য পাবে
দিন যতই ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় নির্বাচন কেন্দ্রিক নানারকম কর্মসূচী পরিলক্ষিত হচ্ছে ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর মধ্যে। দেশের প্রধান বিরোধীদল জাতীয়তাবাদী দল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের আন্দোলনে সক্রিয় থাকলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার শরিক দলগুলো ইতোমধ্যে প্রার্থী চূড়ান্ত করণের কার্যক্রমে ব্যস্ত। এমতাবস্থায় সাধারণ ভোটারদের উৎসাহ উৎকণ্ঠটার পাশাপাশি বিভিন্ন গণমাধ্যম নির্বাচন কেন্দ্রিক নানা অনুষ্ঠানের মাধ্যমে পর্যবেক্ষণ-পর্যালোচনা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ঈশিতা শারমিনের পরিকল্পনায় এসএ টিভির বিশেষ অনুষ্ঠান “ইলেকশন ডিবেট” অনুষ্ঠানে উঠে এসেছে নির্বাচনের নানাদিক। ষড়ং ভিজ্যুয়াল নিবেদিত এ অনুষ্ঠানের ২য় পর্বে উত্তরবঙ্গের কুড়িগ্রাম-৩ আসনের বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা তাদের নির্বাচন কেন্দ্রিক প্রতিশ্রুতি-প্রত্যাশা তুলে ধরেন। আবু রেজওয়ান ইউরেকার পরিচালনা ও বিশিষ্ট সাংবাদিক নাজমুল আশরাফের উপস্থাপনায় এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আওয়ামীলীগের বর্তমান সাংসদ এম এ মতিন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ডঃ মেহে জেবুন্নেসা রহমান টুম্পা এবং কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার রবিউল আলম সৈকত। সাংসদ এম এ মতিন বক্তব্যের শুরুতেই নদীভাঙ্গন কবলিত উলিপুর এলাকায় তাঁর সময়কালীন উন্নয়নের চিত্র তুলে ধরেন। বিশেষ করে তিস্তা ও ব্রহ্মপুত্র নদী শাসন ও ড্রেজিং এর জন্য মেগা প্রকল্প বাস্তবায়নে আওয়ামীলীগ সরকারের পদক্ষেপ তুলে ধরেন। সেই সাথে বেকারত্ব দূরীকরণে আরডিএফ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কেন্দ্র, যোগাযোগের ক্ষেত্রে রেল লাইন ও বাইপাস সড়ক নির্মাণের কথাও উল্লেখ করেন। জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মেহে জেবুন্নেসা রহমান টুম্পা কুড়িগ্রামকে জাতীয় পার্টির ঘাটি হিসেবে উল্লেখ করে বলেন, কুড়িগ্রামের দারিদ্রতা দূর করার জন্য নারী ও যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপনের প্রতিশ্রুতি দেন। তিস্তা নদীর ভাঙনে রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের পাশাপাশি চরাঞ্চলে ‘স্মার্ট ক্লাইমেট এগ্রিকালচার’ প্রকল্প বাস্তবায়ন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। বিএনপির নেতা ব্যারিস্টার রবিউল আলম সৈকত নির্বাচিত হলে কুড়িগ্রামের যোগাযোগ ব্যবস্থা, নদীভাঙ্গন ও কর্মসংস্থানের ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নিবেন বলে জানিয়েছেন। সেই সাথে কলকারখানা নির্মাণ ও তিস্তা চুক্তি বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন বলে প্রতিশ্রুতি দেন বিএনপির এই মনোনয়ন প্রত্যাশী প্রার্থী। এছাড়া শিক্ষা বিস্তারে এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পদক্ষেপ নিবেন বলে জানান ব্যারিস্টার রবিউল আলম সৈকত। সরকার দলীয় সাংসদের উন্নয়নকে খারিজ করে তিনি বলেন, কুড়িগ্রাম এখনো বাংলাদেশের সবচে দরিদ্র-পীরিত অঞ্চল। আলোচনায় সকল প্রার্থীর বক্তব্যেই নদীভাঙ্গন রোধ ও দারিদ্রতা দূরীকরণের বিষয়টি প্রাধান্য পেয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App