×

সারাদেশ

পার্বতীপুরে ট্যাংকলরি ঝালাইয়ের সময় বিস্ফোরণে মিস্ত্রি নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩, ০৮:৫২ এএম

পার্বতীপুরে ট্যাংকলরি ঝালাইয়ের সময় বিস্ফোরণে মিস্ত্রি নিহত

ছবি: ভোরের কাগজ

পার্বতীপুরে জ্বালানী তেলবাহী একটি ট্যাংকলরি অসতর্কভাবে মেরামতের সময় বিস্ফোরণে রতন হোসেন (৩০) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার রাত সোয়া ৮টার দিকে তিনি মারা যান। এসময় রতনের সহকারী নাহিদ (১৬) ও বাসের সুপার ভাইজার বাদশা (২০) গুরুতর আহত হয়েছে। রতন দিনাজপুর শহরের শেখপুরা রেলগেট এলাকার আবু কালামের ছেলে। জানা গেছে, পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের ভেতরে পশ্চিম পাশে রতন মোটরগ্যারেজে একটি লরি (দিনাজপুর- হ- ৪১০০১১) মেরামত করছিলেন রতন হোসেন ও তার সহকারী নাহিদ। কিন্তু লরিটির উপরের ঢাকনা না খুলেই ঝালাই এর কাজ শুরু করার কিছুক্ষণের মধ্যেই রাত ৭টার দিকে বিকট শব্দে বিস্ফোরিত হয়ে লরির সামনের ও পেছনের অংশ উড়ে যায়। দুমড়ে মুচড়ে যায় লরির কেবিন। এসময় গুরুতর আহত হন ওয়েলডিং মিস্ত্রী রতন হোসেন, সহকারী নাহিদ ও বাসের সুপার ভাইজার বাদশা। এ ঘটনায় পাশে থাকা মিথুন এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাসও ক্ষতিগ্রস্ত হয়। পরে তাদের উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় রতনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও উন্নত চিকিৎসার জন্য বাদশাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দিনাজপুরে নিয়ে যাওয়ার পথে রতন মারা যান। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত ওয়েল্ডিং মিস্ত্রি রতনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এর আগেও পার্বতীপুরে এরকম আরো দু’টি দুর্ঘটনা ঘটে ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App