×

সারাদেশ

চরফ্যাশন ও মনপুরা উপজেলা নিয়ে আসনটিতে আলোচনায় যারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৩, ০১:৫৮ এএম

চরফ্যাশন ও মনপুরা উপজেলা নিয়ে আসনটিতে আলোচনায় যারা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চরফ্যাশন ও মনপুরা উপজেলা নিয়ে আসনটিতে সংসদ সদস্য নির্বাচনে আলোচনায় আছেন বর্তমান সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং সাবেক সচিব অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন ও সাবেক ছাত্রনেতা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সদস্য আবু শাকের মোহাম্মদ তানিন। আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, সাবেক সচিব মেজবাহ উদ্দিন এলাকার জনগণের পাশে সর্বদা ছিলেন এবং সাবেরা ফাউন্ডেশনের মাধ্যমে গরীব ও অসহায় মানুষের জন্য কাজ করছেন। আবু শাকের মোহাম্মদ তানিন বলেন, আমি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে মনোনয়ন চেয়েছিলাম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দল থেকে মনোনয়ন চাইবো। মাননীয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপা আমাকে মনোনয়ন দিলে আমি চরফ্যাশন ও মনপুরা উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করব এবং চরফ্যাশন ও মনপুরা উপজেলার আওয়ামী লীগের সঠিক রাজনৈতিক চর্চাকে একনায়কতন্ত্র থেকে মুক্ত করব। একটি শান্তির জনপথ তৈরি করব যেখানে হানাহানি, মারামারি, কমিশন বাণিজ্য, মাদক কারবারি এবং কোন রাজনৈতিক পীরজাদা ও পীরে সাহেবা থাকবে না। আমি আমার সকল কর্মকাণ্ডের উপর দল এবং সকল নেতাকর্মীদের কাছে দায়বদ্ধতা থাকবো। এই সংসদীয় আসনে বিএনপি রাজনৈতিকভাবে দুই গ্রুপে বিরাজমান। চরফ্যাশন ও মনপুরা উপজেলার বিএনপির নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, বিএনপির প্রার্থী হিসাবে স্থানীয় সন্তান যুবদলের সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম নয়ন মনোনয়ন পেলে ধানের শীষের বিজয় হবে। অন্যদিকে বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলমকে নিয়ে চরফ্যাশন ও মনপুরা উপজেলার বিএনপির একাংশ নেতাকর্মীরা আশাবাদী। এই সংসদীয় আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, চরফ্যাশন ও মনপুরা উপজেলাকে শান্তির জনপথে রূপ দিতে চান। তিনি বলেন, সকল দলের নেতা কর্মীদের ভিতর শ্রদ্ধা, স্নেহ-সম্মান, ভালোবাসা দিয়ে চরফ্যাশন ও মনপুরা উপজেলাকে শান্তির জনপথ এবং মাদক মুক্ত জনপথ তৈরি করবো। চরফ্যাশন ও মনপুরা উপজেলার আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বসাধারণের জনগণের ভিতর ব্যাপক উচ্ছ্বাস কাজ করছে। সাধারণ জনগণের সাথে কথা বলে জানা যায়, তারা চরফ্যাশন ও মনপুরা উপজেলাকে শান্তির ও মাদক মুক্ত জনপথ চান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App