×

সারাদেশ

নির্বাচন নিয়ে বিদেশী রাষ্টদূতদের অবাঞ্চিত বাড়াবাড়ি শিষ্টাচার বর্হিভূত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৩, ০৫:৪৬ পিএম

নির্বাচন নিয়ে বিদেশী রাষ্টদূতদের অবাঞ্চিত বাড়াবাড়ি শিষ্টাচার বর্হিভূত

চট্টগ্রাম নগরীর একেখান মোড়ে নাশকতা নৈরাজ্য এবং অবরোধ বিরোধী শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য রাখছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। ছবি: ভোরের কাগজ

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত নাশকতা- নৈরাজ্য- সন্ত্রাস ও অবরোধ বিরোধী সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, নির্বাচন নিয়ে বিদেশী রাষ্ট্রদূতদের অবাঞ্ছিত হস্তক্ষেপ ও বাড়াবাড়ি শিষ্টাচার বর্হির্ভূত। এই কারণে যারা এসব করছেন তাদের উপর নিষেধাজ্ঞা আরোপের সময় এসেছে এবং প্রয়োজনে তা করতে সরকার ও জনগণ বাধ্য হবে। নগরীর ১৯ টি পয়েন্টে মহানগর আওয়ামীলীগের বিভিন্ন ওয়ার্ডের উদ্যোগে এসব সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) নগরীর এ কে খান মোড়ে অনুষ্ঠিত সমাবেশে নগর আ. লীগ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী ট্রেনের যাত্রা শুধু হয়ে গেছে। এই যাত্রা গন্তব্যে পৌঁছার আগে থামবে না এবং কেউ থামাতেও পারবে না। যারা থামাবার অপচেষ্টা করবে তাদেরকে চিরতরে থামিয়ে দেওয়া হবে। বাংলাদেশে দ্বাদশ জাতীয় নির্বাচন সংবিধান সম্মতভাবেই ৭ জানুয়ারী অনুষ্ঠিত হবে- এতে কোন ব্যত্যয় ঘটবে না। আদালতের রায়ে সাংবিধানিকভাবে প্রত্যাখ্যাত মৃত তত্ত্বাবধায়ক সরকার ইস্যুকে ব্যবহার করে যারা মাঠ গরম করতে চায় তারা প্রকারান্তরে নির্বাচনকে বানচাল করতে চায়। তাদের সকল অযৌক্তিক কর্মসূচি জনগণ প্রত্যাখ্যান করেছেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, আমেরিকা একসময় বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করলেও এখন হীনস্বার্থে কুমতলব হাসিলের উদ্দেশ্যে সেই সন্ত্রাসী দল ও তার সহচরদের জোর করে ক্ষমতায় বসানোর নানা ছলচাতুরি করছে। সবচেয়ে বিস্ময়ের বিষয় হচ্ছে ঐ দেশটির রাষ্ট্রদূত বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রকাশ্যে এখানে সেখানে ছোটাছুটি করছেন। এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অনাকাঙ্খিত ও অবাঞ্চিত হস্তক্ষেপ করছে যা কুটনৈতিক শিষ্টাচার বর্হিভূত। এই কারণে যারা এসব করছেন তাদের উপর নিষেধাজ্ঞা আরোপের সময় এসেছে এবং প্রয়োজনে তা করতে সরকার ও জনগণ বাধ্য হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনে কেউ আসুক বা না আসুক সেটা বড় কথা নয় নির্বাচন হবেই এবং নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে হবে। তাই এখন দেশপ্রেমিক রাজনৈতিক শক্তির নেতাকর্মীদের একমুহুর্তের জন্যও বসে থাকার সময় নেই। জনগণের জানমালের সুরক্ষা এবং নির্বাচন যাতে নির্দিষ্ট তারিখে সুষ্ঠুভাবে হতে পারে সেজন্য আমাদেরকে রাজপথ, অলিতে-গলিতে, পাড়া ও মহল্লায় সার্বক্ষণিকভাবে পাহারা দিতে হবে। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাব হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক সাংসদ নোমাল আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমদু হাসনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ হোসেন, নির্বাহী সদস্য নুরুল আবছার মিয়া, কামরুল হাসান বুলু, সাইফুদ্দিন খালেদ বাহার, গোলাম মোহাম্মদ চৌধুরী, মোহাম্মদ ইলিয়াস, মোরশেদ আকতার চৌধুরী প্রমুখ। চট্টগ্রাম নগরীর একেখান মোড়ে নাশকতা নৈরাজ্য এবং অবরোধ বিরোধী শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য রাখছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App