×

সারাদেশ

সবাই মিলে স্বপ্নের সালথা নগরী গড়ে তুলতে চাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৩, ১১:৩০ পিএম

সবাই মিলে স্বপ্নের সালথা নগরী গড়ে তুলতে চাই

ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. কামরুল আহসান তালুকদার। ছবি: ভোরের কাগজ

ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. কামরুল আহসান তালুকদার (পিএএ) বলেছেন, আজকের পর সালথায় কোন কাইজ্যা থাকবে না, যারা অপরাধের সাথে সম্পৃক্ত থাকবে, যারা নাগরিকের সুবিধা নষ্ট করবে তাদের কোন ছাড় হবে না, সবার আগে দরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকলে দ্রুত উন্নয়ন করা সম্ভব। শিক্ষার মান উন্নয়ন করে সবাই মিলে সবাই মিলে স্বপ্নের নগরি গড়ে তুলতে চাই। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা কোর কমিটির সাথে ফরিদপিরের সালথা উপজেলার জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, আগামী নির্বাচন খুব নিকটে, আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ। নির্বাচনে কেউ জাল ভোট দেওয়ার চেষ্টা করবেন না, কোন বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না, ভোটকেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোন অবনতি হলে কাউকে ছাড় দেয়া হবে না। কোন ধরনের নাশকতার কথা জানতে পারলে আমাদের সাথে সাথেই জানান, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর উপজেলা গড়ে তুলি। মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান (পিপিএম সেবা) বলেন, পুলিশই জনতা, জনতাই পুলিশ। পুলিশ জনতা ঐক্য গড়ে আমরা মাদক মুক্ত সমাজ গড়ে তুলবো। হরতাল অবরোধের নামে পুলিশকে হত্যা করা হয়েছে, পুলিশের গাড়িতে আগুন দেয়া হয়েছে, হাসপাতালে ভাংচুর করা হয়েছে। এই সকল অপরাধের সাথে যারা জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। পুলিশের স্মার্ট সেবা চালু হয়েছে, এখন ঘরে বসেই পুলিশের সকল সেবা অনলাইনে পাওয়া যাবে। যেকোন পরিস্থিতিতে ৯৯৯ কল দিয়ে সেবা পেতে পারেন। নির্বাচনকে সামনে রেখে আইনশৃংখলার অবনতি হলে কাউকে ছাড় নয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ফরিদপুর এনএসআই বিভাগীয় প্রধান, অতিরিক্ত পরিচালক মো. শহিদুল ইসলাম, ফরিদপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল, র‍্যাব-১০ কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার, আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট নাদিয়া ইয়াসমিন, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ সাদিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. সেলিম মোল্লা প্রমূখ। এছাড়াও উপজেলার জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ও সুশীল সমাজের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠাটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহাদাৎ হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App