×

সারাদেশ

জামায়াত বিএনপির হরতাল-অবরোধ জনগণ প্রত্যাখ্যান করেছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৩, ০৫:৩৬ পিএম

জামায়াত বিএনপির হরতাল-অবরোধ জনগণ প্রত্যাখ্যান করেছে

ছবি: ভোরের কাগজ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, জামায়াত-বিএনপির হরতাল-অবরোধসহ জ্বালাও-পোড়াও আন্দোলন সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে। হরতালের নামে নৈরাজ্য কোন অবস্থায় মেনে নেয়া যাবে না। সাধারণ মানুষের দুর্ভোগ হয় এমন কর্মসূচি থেকে বিএনপিকে বেরিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।

রবিবার (১২ নভেম্বর) বিকেলে মৌলভীবাজারের জুড়ীতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ের চতুর্থ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের প্রথম তলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় পরিবেশমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্ববাসীর কাছে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমাদের দেশের উন্নয়ন দেখে বিদেশীরাই এখন প্রধানমন্ত্রীর প্রশংসা করছেন। দেশের এই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা মার্কার কোন বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও তিনি নৌকা মার্কায় ভোট চান।

কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনফর আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর পিএস (যুগ্ম সচিব) আক্তারুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রনজিতা শর্মা, উপজেলা ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, পশ্চিমজুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জুবায়ের হাসান জেবলু, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মিফতা আহমেদ রিটন, আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম, আব্দুল কাইয়ুম, শাহজাহান মিয়া, আতিকুর রহমান, যুবলীগ নেতা এডভোকেট আব্দুল মতিন, জুয়েল রানা, মোঃ শাহ আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App