×

সারাদেশ

নীলফামারীর উন্নয়নের সারথী হয়েই থাকব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৩, ১০:৩৫ পিএম

নীলফামারীর উন্নয়নের সারথী হয়েই থাকব

ছবি: ভোরের কাগজ

সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও টানা ৪ বারের সংসদ সদস্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর বলেছেন, ‘নীলফামারীর উন্নয়নে সারথী হয়েই থাকবো’। শনিবার (১১ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি আরো বলেন, 'যুবলীগ জেগে উঠেছে আর থামানো যাবে না। যে লক্ষ্য নিয়ে যুবলীগ প্রতিষ্ঠিত হয়েছিলো সে উদ্দেশ্য ধরে রেখেছে সংগঠনটি।' আমন্ত্রিত অতিথিদের নিয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের শুভ সুচনা করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, নীলফামারী জেলা শাখা। এসময় জেলা যুবলীগের সভাপতি রামেন্দ্র বর্ধণ বাপীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মমতাজুল হক, সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ সদর উপজেলা শাখার সভাপতি আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা যুবলীগের সহ-সভাপতি মার্জিয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক আবু সুফি সবুজ, সদর উপজেলা যুবলীগের সভাপতি রাখাল রায় প্রমুখ। এদিকে, যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলার বিভিন্ন এলাকার মোট ৩০জন দরিদ্র পরিবারের নারীদের বিতরণ করা হয় সেলাই মেশিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App