×

সারাদেশ

মিঠাপুকুরের ২১২ ইউপি সদস্যের সমর্থন পেলেন রাশেক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৩, ০৭:১৬ পিএম

মিঠাপুকুরের ২১২ ইউপি সদস্যের সমর্থন পেলেন রাশেক

আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক রাশেক রহমান। ছবি: ভোরের কাগজ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুরের  মিঠাপুকুরে ১৭টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাঝে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় ১৭টি ইউনিয়নের ২২১ জনের ভেতর ২১২ জন নির্বাচিত ইউপি সদস্য  লিখিতভাবে  সমর্থন দিয়েছেন সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক রাশেক রহমানকে। গত মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। ১৪ নম্বর দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদারের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর-৫ মিঠাপুকুর আসনের সাংসদ এইচ এন আশিকুর রহমান। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে মিঠাপুকুর আসনে সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক রাশেক রহমান বলেন, ১৭টি ইউনিয়নের ২২১ জনের ভেতর ২১২ জন  নির্বাচিত ইউপি সদস্য  লিখিতভাবে আমাকে সমর্থন দিয়েছেন। আমি আমার বাবা এইচ এন আশিকুর রহমান মিঠাপুকুরের স্বপ্ন দেখেছেন তাঁর স্বপ্ন বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তিনি আরও বলেন, বিনিময়ে মিঠাপুকুরে বিএনপি জামায়াতের চক্রান্ত  সম্মিলিতভাবে রুখে দিতে হবে। প্রধান অতিথির বক্তব্যে এইচ এন আশিকুর রহমান বলেন, আশা করি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাশেক রহমান নৌকা প্রতীক পাবেন আপনারা তাকে সমর্থন করবেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আফসার মিয়া সহ বিভিন্ন নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App