×

সারাদেশ

শিক্ষা অর্জন করতে হবে জ্ঞানের জন্য, প্রথম হওয়ার জন্য নয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৩, ১১:২৭ এএম

শিক্ষা অর্জন করতে হবে জ্ঞানের জন্য, প্রথম হওয়ার জন্য নয়

ছবি: ভোরের কাগজ

নীলফামারী-২ আসনের টানা ৪ বারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর বলেছেন, ‘শিক্ষা অর্জন করতে হবে জ্ঞানের জন্য, প্রথম হওয়ার জন্য নয়। শিক্ষার্থীদের জ্ঞানের সমুদ্রে ডুব দিতে হবে। মঙ্গলবার (৭ নভেম্বর) বিকালে নীলফামারীতে এ.আর ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি আরো বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান গুলো হচ্ছে মানুষ তৈরীর কারখানা। শুধুমাত্র ক্লাসের বই পড়ে জিপিএ-৫ পেয়ে পাশ করা যায়, কিন্তু জীবনের পরীক্ষায় পাশ করা যায় না। জ্ঞান অর্জনের জন্য জীবনের পরীক্ষায় পাশ করতে হলে, ক্লাসের বইয়ের পাশাপাশি প্রচুর বই পড়তে হবে। এখনকার শিক্ষার্থীরা লাইব্রেরীতে যায় না। লাইব্রেরী হচ্ছে জ্ঞানের ভান্ডার, জ্ঞানের সমুদ্র। জ্ঞানের সমুদ্রে তোমাদের ডুব দিতে হবে। আমি ৭৮ বছর বয়সে পা দিয়েছি, আমি এখনও দৈনিক ১ ঘণ্টা করে বই পড়ি”। এ.আর ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রউফ (রউফুল) এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, নীলফামারী সরকারি কলেজের সহকারি অধ্যাপক নূরুল করিম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌরসভার কাউন্সিলর তন্বী তালুকদার প্রমুখ। উক্ত অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App