×

সারাদেশ

মেঘনায় পাঁকা পেঁপের ভিতর মিললো কাঁচা পেঁপে!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩, ০৪:২২ পিএম

মেঘনায় পাঁকা পেঁপের ভিতর মিললো কাঁচা পেঁপে!

ছবি: ভোরের কাগজ

মেঘনায় পাঁকা পেঁপের ভিতর মিললো কাঁচা পেঁপে!

ছবি: ভোরের কাগজ

জীবন চলার পথে আমরা কত কিছুইনা দেখি। তবে কাল্পনিক বিষয় গুলো যখন বাস্তবে পরিণত হয়, সেটা দেখে আমরা অনেকেই অবাক হয়ে যাই। এমনই এক ঘটনা ঘটেছে কুমিল্লার মেঘনা উপজেলায়। সেখানে বাজার থেকে কেনা পাঁকা পেঁপের ভিতরে মিললো একটা কাঁচা পেঁপে।

শনিবার (৪ অক্টোবর) উপজেলার মানিকারচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বাতেন খন্দকারের বাড়িতে এ ঘটনা ঘটে । এ বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া সহ এলাকাজুড়ে চাঞ্চল্যতা সৃষ্টি হয়।

বিষয়টি নিয়ে বাতেন খন্দকার বলেন, 'আমি সকাল ৭টার দিকে বাসার জন্য মানিকারচর বাজার থেকে ৭/৮ পাঁকা পেঁপে কিনে আনি। কিছুক্ষণ পরে কয়েকজন মেহমান বাসায় আসে। তখন আমার স্ত্রীকে বলি, মেহমানদেরকে আগে পেঁপে কেটে দাও। পরে আমার স্ত্রী কয়েকটি পেঁপের মধ্যে প্রায় ১ কেজি ওজনের পেঁপেটা কাটলো। ঠিক তখনই ঘটে গেলো এক অলৌকিক ঘটনা। সেই পাঁকা পেঁপের ভিতর প্রায় ৪ শত গ্রামের একটি কাঁচা পেঁপে দেখতে পেয়ে সে আমাকে ডাকতে শুরু করলো। আমি গিয়ে নিজ চোখে দেখে অবাক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। এমনকি পরে কাঁচা পেঁপেটা কাটার পর কোনো বীজ পেলাম না। তবে আমি এই পেঁপে নিয়ে কৃষি কর্মকর্তার কাছে কিছু জানতে চাবো।'

এ বিষয়ে মেঘনা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহে আলম ভোরের কাগজকে বলেন, 'জেনেটিক কারণে এরকম ঘটনা ঘটতেই পারে। তবে এটা কোনো অলৌকিক ঘটনা না।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App