×

সারাদেশ

শংঙ্খ নদের নৌকা ডুবে নিখোঁজ ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩, ১০:৩৯ পিএম

শংঙ্খ নদের নৌকা ডুবে নিখোঁজ ৩

বুধবার রাতে থানচিতে নৌকাডুবিতে নিখোঁজদের উদ্ধারে চিলে অভিযান। ছবি: ভোরের কাগজ

বান্দরবানে থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নে শংঙ্খ নদে ইঞ্জিন চালিত নৌকা ডুবে নিখোঁজ রয়েছেন ৩ জন। বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ১ নম্বর রেমাক্রী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আদা ম্রো পাড়ায় শংঙ্খ নদে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিরা হলেন অংলে খুমি পাড়ার বাসিন্দা, লংবে খুমী ৪৫, লংরে খুমি (মহিলা) ২১ এবং চয়অং খুমী পাড়ার বাসিন্দা ছাই খুমি ৩০। প্রত্যক্ষদর্শী জানান, বুধবার সকালে ছোট মদক সকালে অংলে খুমি পাড়া হতে ৯ জন লোক নিয়ে রেমাক্রী বাজারের পরিবারের প্রয়োজনীয় বাজার করে বিকেলে বাড়ি ফিরছিল। শংঙ্খ নদে ইঞ্জিন নৌকাটি হঠাৎ পাথরের সাথে ধাক্কা লাগলে ডুবে যায়। সাতার কেটে ৬ জন তীরে পৌছেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস থানচি ইউনিটে কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, নৌকা ডুবি খবর পেয়েছি উদ্ধারের জন্য কাল সকালে ঘটনাস্থলে যাবো। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইয়াসিন আরফাত বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি রাত ৮টার দিকে। যেহেতু রাত হয়েছে উদ্ধার প্রক্রিয়ার জন্য কাল সকালে ঘটনাস্থলে রওনা দেবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মুহা. আবুল মনসুর বলেন, যেহেতু দুর্গম এলাকার দুর্ঘটনা এবং রাতে সংবাদটি পেয়েছি, ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে বলা হয়েছে কাল বৃহস্পতিবার ভোরে দ্রুত উদ্ধার প্রক্রিয়া শুরু করতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App