×

সারাদেশ

খুলনায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩, ০৮:২৪ পিএম

খুলনায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে খুলনায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে খুলনা সিভিল সার্জন অফিসের উদ্যোগে এ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে সকালে সাড়ে ১০টায় সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে র‍্যালি বের হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সিভিল সার্জন কার্যালয়ের সামনে এসে র‍্যালিটি শেষ হয়। পরে স্কুল হেলথ ক্লিনিকের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা সিভিল সার্জন ডাঃ মোঃ সবিজুর রহমান। মানসিক স্বাস্থ্য সর্বজনীন মানবাধিকার- এই শ্লোগান নিয়ে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এনসিডি, ডব্লিউএইচও-এর প্রোগ্রাম অফিসার ডাঃ মোঃ আমানত উল্লাহ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক স্বাস্থ্য বিভাগের প্রধান ডাঃ এস এম ফরিদুজ্জামান, খুলনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ এস এম সহিদুল ইসলাম রাজু, ডব্লিউএইচও-এর বিভাগীয় সমন্বয়কারী ডাঃ মোঃ আরিফুর রহমান, খুলনা ২৫০ শয্যা হাসপাতালের ডাঃ কাজী আবু রাশেদ, ডাঃ মোঃ নাজমুল কবির, ডাঃ এস এম মুরাদ হোসনে, খুলনা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ শেখ সাদিয়া মনোয়ারা ঊষা ও সিনিয়ার স্বাস্থ্য-শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App