×

সারাদেশ

আলফাডাঙ্গায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের হাতে হাতে নগদ অর্থ প্রদান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩, ০৬:২৪ পিএম

আলফাডাঙ্গায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের হাতে হাতে নগদ অর্থ প্রদান

ছবি: ভোরের কাগজ

আলফাডাঙ্গায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের হাতে হাতে নগদ অর্থ প্রদান

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাধর, ব্রাহ্মণ জাটিগ্রাম সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত ৪০ জন পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করলেন পাঁচুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম মিজানুর রহমান।

শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বিদ্যাধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ৪০ জন পরিবারের প্রত্যেকের হাতে হাতে নগদ দুই হাজার টাকা প্রদান করেন তিনি।

এ সময় লেবাজ সোয়েটার ইন্ডাস্ট্রি লিমিটেড এর চেয়ারম্যান মোঃ তাজমিনউর রহমান তুহিন,সদর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুল, ইউপি সদস্য শরিফুল ইসলাম, বিদ্যাধর- ব্রাহ্মণ জাটিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, আইউব হোসেন মিয়া, অবসরপ্রাপ্ত শিক্ষক, শাহাদত হোসেন খোকন মিয়া, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগেরসহ দপ্তর সম্পাদক মতিউর রহমান শিপলু, আলফাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহেল চৌধুরী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ মিডিয়া কর্মী ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

এস এম মিজানুর রহমান ভোরের কাগজকে বলেন, আমি সব সময় মানুষের সেবা করতে পারি ও বিপদে আপদে তাদের পাশে থাকতে পারি এটি আমার জীবনের প্রত্যাশা।

তিনি বলেন, জনসেবা করা আমার অভ্যাস। আর এ অভ্যাস মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখতে পারি সেজন্য আমার জন্য দোয়া করবেন। আমার এ ধরনের সহযোগিতা চলমান থাকবে এমনটায় ওয়াদা করেন ইউপি চেয়ারম্যান এস এম মিজানুর রহমান। সমাজের বিত্তবানরাও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সহযোগিতা করার অনুরোধ করেন তিনি।

প্রসঙ্গত, সম্প্রতি মাত্র এক মিনিটের ঝড়ে আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাধর- ব্রাহ্মণ জাটিগ্রামে প্রায় অর্ধশত ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে যায়। এরপর থেকে অনেকেই সহায়-সম্বল হারিয়ে অর্ধাহারে দিনাতিপাত করছেন। কেউবা খোলা আকাশের নিচে বসবাস করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App