×

সারাদেশ

কিশোরগঞ্জে ট্রাকের চাপায় অটোরিক্সার ৪ জন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩, ০৫:৩৫ পিএম

কিশোরগঞ্জে ট্রাকের চাপায় অটোরিক্সার ৪ জন নিহত

বৃহস্পতিবার দুপুরে হোসেনপুর-কিশোরগঞ্জ মহাসড়কে ব্যাটারিচালিত ড্রাম ট্রাক অটোরিক্সাকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধানক্ষেতে উল্টে পড়ে থাকতে দেখা যায়। এ সময় উত্তেজিত জনতার হাত থেকে ড্রাম ট্রাকটি রক্ষা করতে পুলিশ পাহারা দিতে দেখা যায়। ছবি: ভোরের কাগজ

কিশোরগঞ্জের হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় ব্যাটারি চালিত অটোরিক্সার চালক ও ৩ যাত্রীসহ ৪ চার জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯অক্টোবর) দুপুর ২টার দিকে হোসেনপুর-কিশোরগঞ্জ মহাসড়কের আদু মাষ্টার বাজার সংলগ্ন এ দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হোসেনপুর থেকে ব্যাটারি চালিত অটোরিক্সার ৩ যাত্রী নিয়ে কিশোরগঞ্জ যাওয়ার পথে বিপরীত দিক থেকে বেপরোয়া গতির ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিক্সাকে  চাপা দিয়ে রাস্তার পাশে ধানক্ষেতে উল্টে পড়ে যায়। এ সময় অটোরিক্সার চালক আলম মিয়া (৫০) ঘটনাস্থলেই মারা যান। পথচারীরা আহতদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে ১৩ বছর বয়সী অজ্ঞাত আরেক মাদ্রাসা পড়ুয়া ছাত্র মারা যায়। বাকী ২ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে মুমূর্ষ অবস্থায় কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। অটো চালক আলম মিয়া কিশোরগঞ্জ সদর থানার বিন্নাটি ইউনিয়নের কামালিয়ার চর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। এছাড়া নিহত  মিজান (২৮) হোসেনপুর উপজেলা বীরকাটিহারি গ্রামের আব্দুল মজিদের ছেলে। বাকী ২ জনের মধ্যে এক বৃদ্ধ ও মাদ্রাসা পড়ুয়া এক ছাত্রের নাম ঠিকানা এ রির্পোট লিখা পর্যন্ত জানা যায়নি। হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু এ তথ্য নিশ্চিত করেন।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App