×

সারাদেশ

উখিয়ায় চাঁদাবাজি করতে গিয়ে ২ ভুয়া র‌্যাব আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ০৪:৩৫ পিএম

উখিয়ায় চাঁদাবাজি করতে গিয়ে ২ ভুয়া র‌্যাব আটক

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে দুই ভুয়া র‌্যাবকে আটক করেছে স্থানীয়রা। এসময় তাদের তল্লাশি করে ভুয়া আইডি কার্ড, জ্যাকেট,ওয়াকিটকি, মানিব্যাগ ও মোবাইল উদ্ধার করা হয়। আটককৃত সুমনের (৩০) বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানীর রাজপাট এলাকায় ও ফারুক হোসেনের (৩৭) বাড়ি খুলনার কয়রা আংটিয়ারা এলাকায়।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে কুতুপালং টিভি টাওয়ার সংলগ্ন এলাকা থেকে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন তাদের থানায় হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত ও বিষয়টি নিয়ে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

স্থানীয়রা জানান, র‌্যাব পরিচয় দিয়ে দু'জন যুবক প্রায় সময় এই এলাকায় ঘুরাঘুরি সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করতে দেখা গেছে। তাদের কথা বার্তা সন্দেহ জনক মনে হলে স্থানীয় লোকজন তাদের পরিচয় জানতে চায়। তখন তারা সঠিক পরিচয় দিতে পারেনি। লোকজন তখন তাদের আটক করে ক্যাম্পের পাশে থাকা ১৪ এপিবিএন পুলিশকে খবর দিলে এসময় তারা তাদের আটক করে থানায় নিয়ে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App