×

সারাদেশ

মান্দায় মন্ডপে মন্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩, ০২:৫০ পিএম

মান্দায় মন্ডপে মন্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তৈরি করা প্রতিমা। সোমবার সকালে উপজেলার কুশুম্বা ইউনিয়নের বুড়িদহ সার্বজনীন দূর্গা মন্দির থেকে তোলা ছবি।

নওগাঁর মান্দায় শারদীয় দুর্গোৎসবের সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এরই মধ্যে প্রতিমা তৈরিসহ রংতুলির আচড় শেষ হয়েছে। বর্তমানে চলছে অঙ্গসজ্জার কাজ। আগামী ২০ অক্টোবর ভোর থেকে ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবার মান্দা উপজেলায় ১৩০টি মন্ডপে দুর্গোৎসব পালিত হবে। এরমধ্যে ভারশোঁ ইউনিয়নে ১৫, ভালাইন ৯, পরানপুর ৩, মান্দা সদর ১০, গনেশপুর ৫, মৈনম ১২, প্রসাদপুর ৭, কুশুম্বা ১৬, তেঁতুলিয়া ২১, নুরুল্যাবাদ ১১, কালিকাপুর ৭, কাঁশোপাড়া ১, কশব ২ ও বিষ্ণুপুর ১১টি পূজামন্ডপ রয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রেজাউল করিম জানান, প্রত্যেক পূজা উদযাপন কমিটিকে সরকারিভাবে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে। উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অনুপ কুমার মহন্ত বলেন, শারদীয় দুর্গোৎসবের সব প্রস্তুতি শেষ পর্যায়ে। প্রতিবছরের মতো এবারও মান্দায় সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন হবে। তিনি আরো বলেন, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আগামী ২০ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের এ মহোৎসব শুরু হবে। ২৪ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের উৎসব। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, শারদীয় দুর্গাপূজা যাতে সকলে শান্তি-শৃঙ্খলার সাথে উদযাপন করতে পারে এজন্য প্রতিটি পূজা মন্ডপে বাড়তি নজরদারি রাখা হয়েছে। মন্ডপে আনসার, গ্রাম পুলিশসহ পুলিশের কয়েকটি টিম গঠন করা হয়েছে যারা শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App