×

সারাদেশ

পূর্বধলায় ৬৭টি মন্ডপে হবে শারদীয় দুর্গাপূজা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩, ১২:৪২ পিএম

পূর্বধলায় ৬৭টি মন্ডপে হবে শারদীয় দুর্গাপূজা

ছবি: সংগৃহীত

সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠ, সুন্দর ও আনন্দঘন পরিবেশে পালনের লক্ষে পূর্বধলা উপজেলা প্রশাসন ও পূর্বধলা থানা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এবার পূর্বধলার ১১টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়নে ৬৭টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপুজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে পূর্বধলা সদর ইউনিয়নে ৯টি, হোগলা ইউনিয়নে ১২টি, নারান্দিয়া ইউনিয়নে ১১টি, গোহালাকান্দা ইউনিয়নে ৯টি, জারিয়া ইউনিয়নে ৪টি, ঘাগড়া ইউনিয়নে ২টি, ধলামূলগাঁও ইউনিয়নে ২টি, আগিয়া ইউনিয়নে ১১টি, খলিশাউর ইউনিয়নে ৬টি ও বিশকাকুনি ইউনিয়নে ১টি পূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৪টি পূজা ব্যক্তিগতভাবে অনুষ্ঠিত হবে। পূর্বধলা থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি রাশেদুল ইসলাম জানান, শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের লক্ষে পূর্বধলা থানা পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশ এখন থেকে পূজা মন্ডপ ও তার আশপাশ এলাকায় নিরাপত্তা টহল দেয়া শুরু করেছে। এছাড়া পূজা চলাকালীন সময় আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সকলের সহযোগিতাও চান তিনি। ওসি আরো জানান, ৬৭ পূজা মন্ডপের মধ্যে ১৯টি পূজা মন্ডপ অধিক গুরুত্বপূর্ণ ও ৯টি পূজা মন্ডপ গুরুত্বপূর্ণ। ৬৭টি পূজা মন্ডপের মধ্যে ৪টি পূজা ব্যক্তিগত বাকি ৬৩টি পূজা সার্বজনীনভাবে অনুষ্ঠিত হবে। পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকতা জাহিদ হাসান প্রিন্স বলেন, পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্ন্ন করা হয়েছে। এবার প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরার লাগানোর উপর জোর দেয়া হয়েছে। সব মন্ডপে যেন সিসি ক্যামেরা লাগানো হয় তার নির্দেশনাও দেয়া হয়েছে। পুলিশ আনসারের পাশাপাশি সার্বিক নিরাপত্তার জন্য নিজেদের ভলেনটিয়ার রাখারও পরামর্শ দেয়া হয়েছে। তিনি আরো জানান, উপজেলার প্রতিটি পুজা মন্ডপে সরকারে পক্ষ থেকে ৫০০ শত কেজি করে চাল বরাদ্ধ দেয়া হয়েছে। ইতিমধ্যে প্রতিটি পূজা মন্ডপের কাজ প্রায় শেষের পথে। প্রতিমা শিল্পীরা রাতদিন কাজ করে ব্যাস্ত সময় পার করছেন। শেষ মুহুর্তে প্রতিমা শিল্পী মন্ডপ তৈরির কাজ ও আলোক সজ্জার কাজ চলছে সমান তালে। দুর্গোৎসবকে সামনে রেখে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে আনন্দ উৎসব বিরাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App