×

সারাদেশ

সোনাগাজীতে আবারো শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩, ০৬:৫৬ পিএম

সোনাগাজীতে আবারো শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

ফেনীর সোনাগাজীতে আবারো শিক্ষক কর্তৃক দুই শিশু ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১৫ অক্টোবর) সকালে হয়রানির শিকার উপজেলার পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই ছাত্রীর অভিবাবক অভিযুক্ত শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে উপজেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দিলে ঘটনার জানাজানি হয়।

ঘটনার সত্যতা জানতে একই দিন দুপুরের দিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম স্কুল পরিদর্শন করে ছাত্রীদের সঙ্গে কথা বলেন, 'পরিদর্শন শেষে বগাদানা ইউনিয়ন পরিষদ অফিসে স্থানীয়দের সাথে বৈঠক করেন তিনি। এসময় ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন বাবুল, স্থানীয় ইউপি মেম্বার আমিনুল ইসলাম মানিক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. রিয়াদ উপস্থিত ছিলেন।'

স্থানীয় সূত্রে জানাগেছে, শিক্ষা অফিসারের স্কুল পরিদর্শনের সময় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর অন্তত ১০জন ছাত্রী তাদের সঙ্গে অভিযুক্ত শিক্ষক শাহ আলম যৌন হয়রানি করেছেন বলে জানিয়েছে তারা।

বগাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দিন বাবুল জানান, আমরা উপজেলা শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলেছি, 'ছাত্রীদের মুখে অভিযোগ শুনেছি, যেহেতু শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ গেছে, আশাকরি তদন্তে সত্যতা প্রমাণ হলে অভিযুক্তের শাস্তি হবে।'

স্কুল কমিটির সভাপতি মো. রিয়াদ বলেন, 'ঘটনা জানার পরপরই দুই ছাত্রীর অভিভাবক কে শিক্ষা অফিসে অভিযোগ দেয়ার জন্য সহযোগিতা করেছি। ছাত্রীরা যে বক্তব্য দিয়েছে তা সত্য হলে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি।'

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম মোবাইলে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করে বলেন, 'আমার অফিসে আসেন যা যা তথ্য লাগে নিয়ে যান। তবে পাইকপাড়া সপ্রাবিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা শুনতে পেয়ে সেখানে গিয়েছেন বলে নিশ্চিত করেছেন তিনি।'

এবিষয়ে সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. হাসান ইমাম বলেন, 'এর আগেও এরকম কয়েকটি ঘটনা ঘটেছে তবে পুলিশের কাছে লিখিত অভিযোগ না আসায় কাউকে গ্রেপ্তার বা ঘটনা তদন্ত করা যায়নি।'

উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান বলেন, 'প্রাথমিক শিক্ষা অফিস থেকে আমাকে ঘটনা টি জানানো হয়েছে, এ ধরনের ঘটনা প্রমাণিত হলে ছাড় দেয়া হবে না।'

উল্লেখ্য, গত ১ অক্টোবর শিশু ছাত্রীর সঙ্গে যৌন আচরণের প্রতিবাদে চর ছান্দিয়া সুলতান আহম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা মেরে নারায়ণ চন্দ্র নামে এক শিক্ষককে অবরুদ্ধ করে ছাত্র -ছাত্রী ও তাদের অভিভাবকরা, পরে ইউএনও ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নারায়ণ কে জনরোষ থেকে মুক্ত করেন। সে ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App