×

সারাদেশ

বোদায় অবৈধ কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩, ০৬:৩২ পিএম

বোদায় অবৈধ কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
পঞ্চগড়ের বোদায় অবৈধ কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর একটায় সচেতন নাগরিক সমাজ ও নগরকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপজেলা মডেল মসজিদের সামনে এশিয়ান হাইওয়েতে এ কর্মসূচী পালন করে। কর্মসূচিতে নগরকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শেখ আবুল হোসেন শিলন, সমাজ সেবক মো. ইউছুফ আলী, সামিউল ইসলামসহ স্থানীয়রা বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, বোদা মডেল মসজিদের পাশে সাইফুল কনস্ট্রাকশান ট্রেডার্স নামের একটি কারখানায় বিটুবিন, প্লাস্টিক ও পুরনো জুতা পুড়িয়ে পরিবেশ দূষণ করছে। কারখানাটির বর্জ্যরে দুর্গন্ধ, সৃষ্ট ধুলা বালি ও বিষাক্ত ধোঁয়ায় পাশের নগরকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। তাছাড়া এলাকাবাসীর বসবাস অনুপযোগী হয়ে পরেছে। এসময় বক্তারা আরও বলেন, বোদা পৌরসভায় কয়েক বার লিখিত অভিযোগ করার পরেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। কারখানাটির কয়েক গজের মধ্যে মডেল মসজিদ, বোদা পৌরসভার কার্যালয়, নগরকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রংধনু কিন্ডারগার্টেন, সাবাব পেট্রোল পাম্প ও প্রায় দশটি ছোট-বড় হোটেল রয়েছে। এলাকাবাসী ও শিক্ষার্থীরা অনতিবিলম্বে কারখানাটি অন্যত্র সরিয়ে নেয়ার দাবি জানান প্রশাসনের কাছে। অন্যথায় কঠিন কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান বিক্ষোভ কারীরা । মানববন্ধনে নগরকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, সমাজ কর্মী, বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App