×

সারাদেশ

টিসিবির পণ্য সংগ্রহে মানুষ যাতে ভোগান্তির শিকার না হয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩, ০৮:২৬ পিএম

টিসিবির পণ্য সংগ্রহে মানুষ যাতে ভোগান্তির শিকার না হয়

শিক্ষা উপমন্ত্রী ও চট্টগ্রাম -৯ আসনের সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেল। ছবি: ভোরের কাগজ

গরীব নিম্নবিত্ত মানুষজন যাতে কোন ভোগান্তি ছাড়া যাতে টিসিবি পণ্য কিনতে পারেন সেদিকে ডিলারদেরকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ও চট্টগ্রাম -৯ আসনের সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেল। সোমবার (৯ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম সংসদীয় আসন-৯ এর আওতাধীন টিসিবি ডিলারদের সাথে মতবিনিময়কালে এ আহ্বান জানান। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিত্যপণ্যের বাজার সাধারণের নাগালের বাইরে যাওয়ায় ভর্তুকি মূল্যে সারাদেশে ভোগ্যপণ্য বিক্রয়ের ব্যবস্থা করেছেন। যাতে গরীব ও সাধারণ নিম্নবিত্ত মানুষ উপকৃত হন। প্রধানমন্ত্রীর এই উদ্যোগ কোন নেতা, এমপি, কাউন্সিলর, চেয়ারম্যান, মেম্বারের উদারতা ও সাফল্য নয়। তাই দয়া করে ওয়ার্ড পর্যায়ে কোন নেতা বা জনপ্রতিনিধি নিজেদের নামে বেনার পোস্টার ছাপিয়ে এ নিয়ে প্রচার প্রচারণা চালাবেন না। প্রচারণা চালাতে ইচ্ছে করলে সরকার প্রধান ও প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর প্রচারণা চালাবেন। চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম টিসিবি’র ভারপ্রাপ্ত আঞ্চলিক প্রধান হাবিবুর রহমান,টিসিবি কল্যাণ সমিতির সভাপতি এলান উদ্দিন,সাধারণ সম্পাদক এ এস এম তৌহিদুল ইসলাম, তাপস চৌধুরী, মোহাম্মদ সবুর, মোহাম্মদ ইউসুফ সওদাগর,মঞ্জুর হোসেন,কাজল দাস, রায়হান সাদ্দাম রানা, মোহাম্মদ জাবেদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App