×

সারাদেশ

একদিনের ভারী বর্ষণে ভেসে গেল ২৭৪ কোটি টাকার মাছ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩, ০৩:১৫ পিএম

একদিনের ভারী বর্ষণে ভেসে গেল ২৭৪ কোটি টাকার মাছ

ছবি: ভোরের কাগজ

টানা একদিনের ভারী বর্ষনে গৌরীপুর উপজেলার শুধু মৎস্য খাতেই ক্ষতি হয়েছে ২৭৪ কোটি টাকার। সার্বিক হিসাব নিকাশের শেষে শনিবার (৭অক্টোবর) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা প্রশাসন।

এ ছাড়া চৌদ্দশত হেক্টর ফসলি জমি ও একশত হেক্টর সবজি চাষের জমি নষ্ট হয়ে গেছে বৃষ্টির পানিতে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের শত শত মানুষ এখনও পানিবন্ধি হয়ে অনেক কষ্ট করছে। অনেকের বাড়ি ঘরে পানি এবং বাড়ির চারপাশে পানি থৈ থৈ করছে।

জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে ১৮ ঘন্টা একটানা ভারী বর্ষনের ফলে গৌরীপুর উপজেলার হাজার হাজার মৎস্য চাষীর খামার ডুবে যায়। ডুবে গেছে আমন ফসল, সবজি বাগান, নদীনালা ডুবে লোকালয়ে পানি ডুকে গেছে, গ্রামীন পাঁকা, আধাপাঁকা রাস্তাগুলি পানির তলে ডুবে গেছে। এরমধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মৎস্য চাষীদের।

গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের তাত্রাকান্দা গ্রামের শাহীন মিয়া জানান, তাদেও দুইটি পুকুরের মাছ ভেসে গেছে এবং প্রায় ১০ লক্ষ টাকার মত ক্ষতি হয়ে গেছে।

একই গ্রামের তানভির মিয়ার ২টি, সাইদুর মেম্বারের-৩, বাদশা মিয়ার-৩, নাজমুলের-২, ইব্রাহীমের-৩, সুলতান মিয়ার-১টি পুকুরসহ প্রায় ২ থেকে তিন শত পুকুরের মাছ ভেসে গেছে।

বোকাই নগর ইউনিয়নের ফুলহর গ্রামের আগণিত মৎস্য হ্যাচারীর মালিক অঅজিজুল হক জানান তার ১০ টি পুকুরের মাছ ভেসে গিয়ে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে।

মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ জানান, বাড়ির পাশে তার দুটি পুকুরে ৪ লক্ষ শিং মাছ চাষ করেছেন তিনি। এ মাসেই বিক্রয় করার কথা ছিল, একদিনের বৃষ্টিতেই পুকুর ডুবে মাছ সব ভেসে গেছে। প্রায় ২৫ লক্ষ টাকার মাছ ভেসে গেছে।

ঘোষপাড়া মহলার অবসরপ্রাপ্ত শিক্ষক আবুর কালাম আজাদ জানান তার ১৪ টি পুকুরের মাছ ভেসে গেছে। এতে ক্ষতির পরিমান প্রায় ৫০ লক্ষ টাকা বলে জানা গেছে।

এদিকে ভারী বর্ষনের ফলে উপজেলার বেশির ভাগ মৎস্য খামার ডুবে যাওযায় মুক্ত জলাশয়ে মাছ বের হবার পর এক শ্রেণীর মৎস্য শিকারী খালবিল নদী নালায় কারেন্ট জাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের জাল দিয়ে এসব মাছ ধরায় ব্যাস্ত হয়ে পড়ছে। তাছাড়া শ্যামগঞ্জ বাজারের জাল ব্যবসায়ীদের দেখা গেছে ভোর থেকেই লাইন ধরে জাল বিক্রি করতে। এসব জালে ছোট বড় সব ধরনের মাছ উঠে আসছে।

গৌরীপুর উপজেলার মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, মৎস্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী উপজেলার মোট পুকুরের সংখ্য ৯ হাজার ৪০৩ টি। একদিনের ভারী বর্ষণের ফলে ৭০ ভাগ পুকুর ডুবে গেছে এ ছাড়া উপজেলায় ৫৭ টি হ্যাচারি রয়েছে, তাদের পুকুর ডুবে সব মাছ বের হয়ে গেছে। এতে চাষীরা অপুরনীয় ক্ষতির শিকার হয়েছেন।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীন জানান বৃহস্পতিবার একটানা বৃষ্টিতে জলাব্ধতার কারণে অনেক পুকুর ডুবে গেছে, ফসলি জমি ও সবজি বাগান নষ্ট হয়েছে। আমরা শুক্রবার ও শনিবার দুপুর পর্যন্ত একটি প্রাথমিক জরিপ করেছি । এতে দেখা গেছে ২৭৪ কোটি টাকার মাছ, ১৪ শত হেক্টর ফসলি জমি ও একশত হেক্টর সবজি চাষের জমি ক্ষতিগ্রস্থ হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App