×

সারাদেশ

মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩, ০৫:১৫ পিএম

মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জেলার সিরাজদিখান উপজেলার ফাইভস্টার কোল্ড স্টোরেজ ও শবনম কোল্ড স্টোরেজ তদারকি করা হয়। মঙ্গলবার (৩ অক্টোবর) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক এ অভিযান পরিচালনা করা হয়। অধিদপ্তরের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এএইচ এম. সফিকুজ্জামান-এর নির্দেশনায় এবং মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মোঃ আবুজাফর রিপন বিপিএএ-এঁর সার্বিক তত্ত্বাবধানে মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুস সালামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এসময় অভিযান সংশ্লিষ্ট আনসার ব্যাটালিয়ন সদস্যগণ, পুলিশ সদস্যগণ ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। তদারকিকালে বর্ণিত কোল্ড স্টোরেজসমূহ থেকে সহকারি পরিচালক নিজে উপস্থিত থেকে ঢাকার সুপার শপ চালডাল, মীনা বাজার ও স্বপ্নকে ৩৬ টন (৩৬ হাজার কেজি) সরকার নির্ধারিত ২৭ টাকা দরে সরবরাহের ব্যবস্থা করা হয়। অতঃপর অধিদপ্তরের পক্ষ থেকে এই নির্দেশনা প্রদান করা হয় যে, এখন থেকে মুন্সীগঞ্জের ব্যাপারীরা এই রেটে সুপার শপে আলু পৌঁছিয়ে দেবেন। উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর অধিদপ্তর কর্তৃক আয়োজিত সুপারশপ, পাইকারি বিক্রেতা ও সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে মতবিনিময় সভায় অধিদপ্তরের মহাপরিচালক আলুর সরকার নির্ধারিত মূল্য ২৭ টাকা দরে কোল্ড স্টোরেজ থেকে সরবরাহের ব্যবস্থা করে দেয়ার যে প্রত্যয় ব্যক্ত করেন, বর্ণিত সহযোগিতা কার্যক্রম তারই পরিচায়ক। এ ধরনের পদক্ষেপের ফলে খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রয় করে আলুর মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে। জনস্বার্থে অধিদপ্তরের এসকল কার্যক্রম অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App