×

সারাদেশ

পটুয়াখালীতে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ১০:১৩ পিএম

পটুয়াখালীতে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৪
পটুয়াখালীতে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে চার জনকে আটক করেছে পুলিশ । এ সময় বিভিন্ন সরঞ্জামসহ নগদ চার লাখ একষট্টি হাজার চারশত দশ টাকা জব্দ করে পুলিশ। সোমবার (২ অক্টোবর) এক প্রেসব্রিফিংয়ে পটুয়াখালী জেলা পুলিশ কার্যালয়ে পুলিশ সুপার  মো. সাইদুল ইসলাম এ তথ্য জানান। রবিবার (১ অক্টোবর) রাতে পটুয়াখালী - বরিশাল মহাসড়কে লেবুখালী সেতুর দক্ষিণ পাশে পুলিশ বক্সের কাছে বরিশাল থেকে আসা একটি সাদা মাইক্রোবাস অবস্থান নেয়। একপর্যায়ে পুলিশ বক্সে কর্তব্যরত দুমকি থানার এসআই আলাউদ্দিন সরদারের সন্দেহ হয়। পরে একই থানার অফিসার্স ইনচার্জ তারেক মো. আব্দুল হান্নানের নেতৃত্বে এসআই আলাউদ্দিন হাওলাদার ও আলাউদ্দিন সরদারসহ পুলিশের একটি দল মাইক্রোবাসের কাছে পৌছলে বাসে থাকা ডিবি পোশাক ধারি ৪/৫ জন লোক নেমে দৌড়ে পালানোর সময় মো. খলিলুর রহমান(৪৫), মো. রিপন হাওলাদার(৩৩) ও রুবেল বিশ্বাস(৩০) কে আটক করে পুলিশ। এ সময় মাইক্রোবাসে থাকা অপর দুইজন পালিয়ে যায়। পরে পুলিশ আটককৃতদের ও মাইক্রোবাসে তল্লাশি করে একটি ব্যাগ, ওয়াকিটকি, টিপ চাকু, বেতের লাঠি , চারটি মোবাইল সেট ও নগদ চার লাখ একষট্টি হাজার চারশত দশ টাকা জব্দ করে পুলিশ। প্রেসব্রিফিং এ আটককৃতদের দেয়া তথ্য অনুযায়ী সাইদুল ইসলাম জানান, ডিবি পুলিশের পরিচয়ে পটুয়াখালী সদর এলাকায় ডাকাতি করার প্রস্তুতি নিয়ে রওয়ানা দেয়ার পূর্বে একই তারিখ দিবাগত রাতে বরিশালের বাকেরগঞ্জ এলাকায় ডাকাতি করে এ দলটি। সে টাকাই তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ডাকাতদের দেয়া তথ্যমতে একই রাতে দেড়টার দিকে  পুলিশ লেবুখালী এলাকায়  অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায়  মাইক্রোবাস থেকে পালানো মো. কাওসার শিকদারকে (৩০) আটক করতে সক্ষম হয়। এ বিষয়ে পুলিশ সুপার আরো জানান, গ্রেপ্তারকৃত ডাকাত দলটি ডিবি পুলিশের স্টিকার লাগিয়ে ও ওয়াকিটকি প্রদর্শন করে ডিবি পরিচয়ে বিভিন্ন স্থানে মানুষকে ভয় দেখিয়ে জোরপূর্বক ডাকাতি করে আসছিল। গ্রেপ্তারকৃত নামে ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ । এদিকে দুমকি থানার ওসি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App