×

সারাদেশ

পদ্মা সেতু থেকে ঝাঁপ রিকশাচালকের, অত:পর...

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৩, ০৮:৫৩ পিএম

পদ্মা সেতু থেকে ঝাঁপ রিকশাচালকের, অত:পর...

ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরা প্রান্ত হয়ে উল্টোপথে রিকশা নিয়ে পদ্মা সেতুতে উঠে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছিলেন ব্যাটারিচালিত রিকশার চালক শরিফুল ইসলাম। পরে এ ঘটনায় কেউ কেউ এটিকে আত্মহত্যা বলছিলেন। গত ১৮ জুন দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনার তিন মাস ১৩ দিন পর আজ রবিবার তিনি নিজেই পদ্মা সেতু উত্তর থানায় উপস্থিত হন। শরিফুল ইসলাম বাগেরহাট জেলার মোল্লাহাটের উদয়পুর অরুণকান্দি গ্রামের জিন্নাত আলীর ছেলে। ধারণা করা হচ্ছিল, নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা সেতুতে উঠে পড়ায় প্রশাসনের হাত থেকে রক্ষা পেতে লাফ দেন তিনি। কয়েক দিনব্যাপী উদ্ধার অভিযান চললেও সে সময় তার সন্ধান মেলেনি। হঠাৎ আজ তিনি নিজেই পদ্মা সেতু উত্তর থানায় উপস্থিত হন। শরিফুল ইসলাম বলেন, ‘আমি ঢাকার হাজারীবাগে দুই-তিন বছর অটোরিকশা চালিয়েছি। পরে সিদ্ধান্ত নিই আমার গ্রামের বাড়ি গিয়ে অটোরিকশা চালাব। ওই দিন গভীর রাতে পদ্মা সেতু দিয়ে সুন্নতি তরিকায় রিকশা চালিয়ে যাওয়ার সময় কিছু লোক আমাকে ধাওয়া করে। এক পর্যায়ে ট্রাকের সঙ্গে আমার রিকশাটির ধাক্কা লাগলে আমি পড়ে যাই। পরে ওই লোকগুলো কাছাকাছি এলে আমি ভয়ে পদ্মায় লাফ দিই। পরে রাতভর সাঁতার কেটে একটা চরে উঠি। তারপর কিছুদিন অসুস্থ হয়ে খুলনা হাসপাতালে ভর্তি ছিলাম।’ এ বিষয়ে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন জানান, হঠাৎ আজ সকালে থানায় এসে শরিফ নিজেকে পদ্মায় ঝাঁপ দেওয়া সেই ব্যক্তি দাবি করেন। এ সময় তিনি অটোরিকশাটি নিতে এসেছেন বলে জানান। নদীতে ঝাঁপ দিলেও তিনি বেঁচে যান। সাঁতার কেটে তিনি তীরে উঠে পুলিশি ঝামেলা এড়াতে পালিয়ে ছিলেন। ওসি বলেন, ‘আমরা সিসিটিভির ফুটেজ দেখছি এবং ঘটনার বিবরণ নিচ্ছি। দাবিকৃত অটোরিকশাটি শরিফুলের হলে তাকে বুঝিয়ে দেয়া হবে।’ প্রসঙ্গত, ১৮ জুন দিবাগত রাত ২টার দিকে শরীয়তপুরের জাজিরা প্রান্ত হয়ে উল্টোপথে রিকশা নিয়ে সেতুতে উঠে পড়েন চালক শরিফ। বিষয়টি টের পেয়ে সেতুর নিরাপত্তারক্ষীরা তাকে ধাওয়া করেন। পরে সেতুর ২১ নম্বর পিলারের কাছ এসে অটোরিকশা ফেলে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ হন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App