×

সারাদেশ

সেন্টমার্টিনে স্পিডবোট ডুবে নারীর মৃত্যু, ২৩ যাত্রী জীবিত উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৪ পিএম

সেন্টমার্টিনে স্পিডবোট ডুবে নারীর মৃত্যু, ২৩ যাত্রী জীবিত উদ্ধার

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী স্পিডবোট ডুবির ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম ফিরোজা খাতুন (৬০)। এছাড়া এ ঘটনায় আরো ২৩ জন যাত্রীকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ৩টার শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিন দ্বীপের মাঝামাঝি বঙ্গোপসাগরে দিকে এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান। নিহত ফিরোজা খাতুন সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ডেইলপাড়ার আব্বাস আলীর স্ত্রী। তিনি সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য ছিলেন। সেন্টমার্টিন দ্বীপ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাঈমুর রহমান গণমাধ্যমকে বলেন, স্পিডবোট ডুবির ঘটনায় হাসপাতালে আনা ফিরোজা খাতুন নামে এক নারীকে মৃত অবস্থায় পেয়েছি। এরপর ৯ বছরের এক কিশোরী এবং ৩৫ বছর বয়সী এক নারীকে আনা হয়েছে। এদেরকে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, দ্বীপের বাসিন্দা ও পর্যটক নিয়ে একটি স্পিডবোট টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপে আসার পথে বিকেল ৩টার দিকে বঙ্গোপসাগরে ‘গরা’ নামক স্থানে বৈরি আবহাওয়ার কবলে শিকার হয়। খবর পেয়ে সেন্টমার্টিন দ্বীপের কোস্টগার্ড ও স্পিডবোট সমিতির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অনেককে উদ্ধার করে সেন্টমার্টিন দ্বীপের হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজন নারীকে মৃত ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App