×

সারাদেশ

শান্তিগঞ্জে ইউএনও’র নামে চাঁদা দাবি, সতর্ক থাকার অনুরোধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২০ পিএম

শান্তিগঞ্জে ইউএনও’র নামে চাঁদা দাবি, সতর্ক থাকার অনুরোধ

শান্তিগঞ্জে ইউএনও’র নামে চাঁদা দাবি, সতর্ক থাকার অনুরোধ। ছবি: শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহার নাম করে করে ফোনে বিভিন্ন মানুষের কাছ চাঁদা আদায়ের চেষ্টা করেছে একটি প্রতারক চক্র। তবে এ ব্যাপারে উপজেলা প্রশাসনের ফেসবুক আইডিতে সতর্কতামূলক পোস্ট দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়।

পোস্টে লিখা হয় একটি অসাধু চক্র ইউএনও, শান্তিগঞ্জ, সুনামগঞ্জের পরিচয় দিয়ে বিভিন্ন জনের কাছে মুঠোফোনে কল দিয়ে টাকা চাচ্ছে! যা অত্যন্ত ঘৃণিত এবং জঘন্য কাজ। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। এদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা বলেন, একটি অসাধু চক্র বিভিন্ন মানুষের কাছে ফোন দিয়ে টাকা চাচ্ছে। বিষয়টি জানার পর আমার নাম করে কেউ কোনো টাকা-পয়সা চাইলে না দেয়ার জন্য সবার প্রতি অনুরোধ করে ফেসবুকে সতর্কমূলক পোস্ট দিয়েছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App