×

সারাদেশ

বীরকন্যা প্রীতিলতা স্মৃতি সংরক্ষণ ও রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৮ পিএম

বীরকন্যা প্রীতিলতা স্মৃতি সংরক্ষণ ও রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

চট্টগ্রামের অপর্নাচরন স্কুলে বীরকন্যা প্রীতিলতার আত্মাহূতি দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। ছবি: চট্টগ্রাম অফিস

বীরকন্যা প্রীতিলতা স্মৃতি সংরক্ষণ ও রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

চট্টগ্রামের পটিয়ায় বীরকন্যা প্রীতিলতা ট্রাষ্টের উদ্যোগে প্রীতিলতার আত্মাহুতি দিবসে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। ছবি: ভোরের কাগজ

বীরকন্যা প্রীতিলতা স্মৃতি সংরক্ষণ ও রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯১তম আত্মাহুতি দিবসে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। ছবি: চট্টগ্রাম অফিস

বীরকন্যা প্রীতিলতা স্মৃতি সংরক্ষণ ও রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯১তম আত্মাহুতি দিবসে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। ছবি: চট্টগ্রাম অফিস

ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে মাতৃভূমিকে মুক্ত করতে অগ্নিযুগের বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯১তম জীবনদানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে চট্টগ্রামের বিভিন্ন সংগঠন। এসব কর্মসূচিতে বক্তারা বিপ্লবীদের আদর্শ ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে উদ্যোগ গ্রহণের দাবি জানান।

এছাড়া চট্টগ্রামের পাহাড়তলীর ইউরোপিয়ান ক্লাবকে বাস্তবে জাদুঘরে রূপান্তর ও বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস রাষ্ট্রীয়ভাবে পালনে সরকারের কাছে দাবি জানান।

বিভিন্ন সংগঠনের আলোচনা সভায় বক্তারা বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী মাষ্টার দা সুর্যসেন, বীরকন্যা প্রীতিলতাসহ সকল বীর সেনানীদের স্মৃতি বিজড়িত ইউরোপিয়ান ক্লাবকে জাদুঘর হিসেবে সংরক্ষণের জন্য দীর্ঘদিনের দাবি পূরণে প্রতিশ্রুতি সত্ত্বেও, তা অনাদর-অবহেলায় ফেলে রাখা হয়েছে।

প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্মস্থানে পটিয়ায় সংস্কৃতি মন্ত্রণালয় নির্মিত প্রীতিলতা সাংস্কৃতিক কমপ্লেক্সে রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে প্রীতিলতার আবক্ষ ভাস্কর্যে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বীরকন্যা প্রীতিলতা ট্রাষ্টসহ বিভিন্ন সংগঠন। এছাড়া নগরীর পাহাড়তলীতে প্রীতিলতা ভাস্কর্যে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিভিন্ন সংগঠন আলোচনা সভার আয়োজন করে।

বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে সকালে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবের সামনে বীরকন্যা প্রীতিলতার ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী সিঞ্চন ভৌমিক। পরিষদের অর্থ সম্পাদক তপন ভট্টাচার্যের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন মাস্টার বিজয় শংকর চৌধুরী, শিক্ষিকা শিখা চক্রবর্তী। তানভির আহমেদ, নুরুল কায়েস, প্রকাশ নন্দী প্রমুখ।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), চট্টগ্রাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, চট্টগ্রাম নগরের উদ্যোগে পাহাড়তলী প্রীতিলতার ভাষ্কর্যে পুষ্পমাল্য অর্পণ ও সমাবেশ করেছে। এতে উপস্থিত ছিলেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়, জেলা সদস্য মহিন উদ্দিন, হেলাল উদ্দিন কবির, আকরাম হোসেন, নাজিমউদ্দীন বাপ্পী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি রায়হান উদ্দিন, নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন, সদস্য অরুপ মহাজন প্রমুখ।

সকালে পাহাড়তলীস্থ প্রীতিলতা ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা নেতারা। সংগঠনের জেলা সদস্য সচিব শফি উদ্দিন কবির আবিদ, সদস্য আসমা আক্তার, জাহেদুন্নবী কনক, রিপা মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

[caption id="attachment_466321" align="aligncenter" width="1408"]বীরকন্যা প্রীতিলতা স্মৃতি সংরক্ষণ ও রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯১তম আত্মাহুতি দিবসে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। ছবি: চট্টগ্রাম অফিস[/caption]

চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকেও পাহাড়তলীতে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এরপর সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ইমরান চৌধুরী, সাধারণ সম্পাদক টিকলু কুমার দে, অয়ন সেনগুপ্ত প্রমুখ। এছাড়া চট্টগ্রাম বিপ্লব ও বিপ্লবী স্মৃতি সংরক্ষণ পরিষদ, কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলা, যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলা কমিটি বীরকন্যা প্রীতিলতার ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

অপর্নাচরন স্কুলে প্রীতিলতার স্মরনসভায় মেয়র: এদিকে, নগরীর অপর্নাচরন স্কুল ও কলেজে প্রীতিলতার আত্মাহুতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, নারীর ক্ষমতায়ন কৌশলের উপর ভর করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে।

তিনি আরও বলেন, প্রীতিলতা সমাজ বদলের যে চেতনাকে ধারণ করে সংগ্রাম করেছেন সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন পরিকল্পনা সাজিয়েছেন তার কেন্দ্রে আছে নারী সমাজের ভাগ্য বদল। এ কারণে দেশের অর্থনৈতিক পরিবর্তনের সাথে সাথে নারীদের ক্ষমতায়ন ঘটেছে।

চট্টগ্রামের বিপ্লবী ইতিহাস তুলে ধরে মেয়র রেজাউল বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রীতিলতার মতো বিপ্লবীদের অবদানে চট্টগ্রাম স্বল্প সময়ের জন্য স্বাধীনতা লাভ করে। আবার পাকিস্তান গঠনের পর আমরা দেখলাম আমাদের সাংস্কৃতিক অস্তিত্বের উপর হামলা হচ্ছে। ওরা বলল, সাহিত্যকর্মেও ‘শ্মশান’ লেখা যাবেনা ‘গোরস্থান’ লিখতে হবে। রবীন্দ্র সাহিত্য চর্চা করা যাবে না। আমাদের গান, সাহিত্য, বাঙালি পরিচয় ভুলে যেতে হবে। চট্টগ্রামবাসী ৬ দফার মন্ত্রে দীক্ষিত হয়ে আবারো যুদ্ধে গেল, স্বাধীন করল স্বদেশ। আজকের শিক্ষার্থীদের উচিৎ চট্টগ্রামের বিপ্লবের ইতিহাস জানা, দেশকে ভালবেসে বঙ্গবন্ধুর ক্ষুধামুক্ত-দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লড়াইয়ে সামিল হওয়া।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর মো. সলিম উল্ল্যাহ বাচ্চু, নীলু নাগ, পারভীন মাহমুদ, নরেন্দ্রনাথ সূত্রধর। অধ্যক্ষ মো. আবু তালেব বেলালের স্বাগত বক্তব্যের পাশাপাশি প্রধান আলোচক প্রফেসর ড. জয়নব বেগম এবং আলোচক প্রফেসর রীতা দত্ত ও অভীক ওসমান বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাসনা হোড়, শুভ্রা, জোস্না কায়সার, সাফিয়া ইসলাম ও ফারাহানা ইসলাম রুহি। অনুষ্ঠানে প্রীতিলতার উপর নাটিকা ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App