×

সারাদেশ

গুরুদাসপুরের কৃষককে শিকলবন্দি করা সুদ ব্যবসায়ী গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৬ পিএম

গুরুদাসপুরের কৃষককে শিকলবন্দি করা সুদ ব্যবসায়ী গ্রেপ্তার

গুরুদাসপুরের কৃষককে শিকলবন্দি করা সুদ ব্যবসায়ী গ্রেপ্তার। ছবি: গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে সুদের টাকা পরিশোধ করতে না পারায় কৃষক মো. আসাদ আলীকে (৫৫) শিকলবন্দি করার ঘটনায় সুদ ব্যবসায়ী আব্দুল আজিজ হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে গুরুদাসপুর থানা পুলিশ।

রবিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে গুরুদাসপুরের বাহদুর পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ারুজ্জামান বলেন, সুদের টাকার জন্য সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ঈশ্বরপুর এলাকার কৃষক আসাদ আলীকে শিকলবন্দি করে রাখার বিষয়টি জানার পর শনিবার সন্ধ্যায় সুদ ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই খবর পেয়ে ভুক্তভোগী কৃষককে ছেড়ে দিয়ে পালিয়ে যায় সুদ ব্যবসায়ী আব্দুল আজিজ। রাতভর অভিযান চালিয়ে রবিবার ভোরে তাকে আটক করে গুরুদাসপুর থানা পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, ২৩ সেপ্টেম্বর শনিবার নাটোরের গুরুদাসপুরে সূদের ৫০ হাজার টাকা পরিশোধ করতে না পারায় মো. আসাদ আলী (৫৫) নামের এক কৃষককে সুদে ব্যবসায়ী আব্দুল আজিজ হোসেন (৩৫) তার নিজ বাড়ি উপজেলার মশিন্দা ইউনিয়নের মশিন্দা বাহাদূরপাড়া গ্রামে শিকলবন্দি করে রাখে। ঘটনাটি জানতে পেরে স্থানীয় সংবাদকর্মীরা ছবিসহ সংবাদ প্রকাশ করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App