×

সারাদেশ

আড়াইহাজারে বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২১ এএম

আড়াইহাজারে বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাস লিকেজ থেকে হওয়া বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে তিনজনের মৃত্যু হলো।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে সোহান মারা যান। এ নিয়ে এ ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনজনে। এ ঘটনায় চিকিৎসাধীন আরও একজনের অবস্থাও আশঙ্কাজনক।

বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম। তিনি বলেন, সোহানের শরীরের প্রায় শতভাগ দগ্ধ হয়েছিল।

এর আগে শুক্রবার রাতে এ আগুনের ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় চারজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৮টার দিকে কানিজ খাদিজা নামে একজনের মৃত্যু হয়। দুপুরে মারা যান সায়মা আক্তার। হাসিনা মমতাজ নামের একজন এখন চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে সোহান মারা যান। তার শরীরের ১০০ শতাংশই দগ্ধ ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App