×

সারাদেশ

ছাত্র ইউনিয়নের সভাপতির বাড়ি দখলের চেষ্টা, বিচার দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫১ পিএম

ছাত্র ইউনিয়নের সভাপতির বাড়ি দখলের চেষ্টা, বিচার দাবি
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছাত্রনেতা দীপক শীলের পিরোজপুরের পৈত্রিক বাড়ি দখলের চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। বুধবার (২০ সেপ্টেম্বর) বুধবার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ এক বিবৃতিতে এ তীব্র নিন্দা ও বিচার দাবি জানায়। বিবৃতিতে বলা হয়েছে , গত সোমবার দীপক শীলের পিরোজপুরের পৈত্রিক বাড়িতে তার মা-বাবা ও বোনকে অচেতন করে নগদ টাকা, স্বর্ণালংকার এবং জমির দলিল চুরি করেছে দুর্বত্তরা। এর আগে ছাত্রনেতা দীপক শীলসহ পরিবারের ৬ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা করে তার পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা চালাচ্ছে স্থানীয় প্রভাবশালীরা। ভুমি দখল ও বাড়িতে হামলা-লুটপাট ঘটনায় নিন্দা ও দ্রুত বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। ছাত্র নেতারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির এই দেশে সাম্প্রদায়িকতার তকমা দিয়ে হামলা-লুটপাট-ভূমিদখল ও উচ্ছেদ নতুন কোন ঘটনা নয়৷ দিন যত যাচ্ছে এরকম ঘটনা যেন ক্রমশই বাড়ছে। প্রতিবছরেই হত্যা, হুমকি, দেশত্যাগে বাধ্যকরা, নির্যাতন নিপীড়ন, বাড়িঘরে অগ্নিসংযোগসহ ভুমিদখলের মাত্রা দিনদিন বেড়েই চলেছে। এসব ন্যক্কারজনক সহিংসতা নিয়ে সারা বিশ্বের বিবেকবান মানুষ ধিক্কার জানালেও সেই সমস্ত নির্যাতনকারী অপরাধীদের একজনকেও শাস্তির আওতায় আনতে পারেনি সরকার। গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয়, ভিন্নমত দমন ও সহনশীলতা চর্চার অভাবে দেশে অসহিষ্ণু ও বিদ্বেষপূর্ণ পরিবেশ তৈরি হচ্ছে। এছাড়া মিথ্যা মামলা ও জাল দলিল তৈরি করে ভূমি থেকে উচ্ছেদের অভিযোগ ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App