×

সারাদেশ

র‌্যাব সদস্য অভিজিতের পর মারা গেছেন টুম্পাও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৭ এএম

র‌্যাব সদস্য অভিজিতের পর মারা গেছেন টুম্পাও

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সদরের নিতাইগঞ্জে একটি বাসায় দগ্ধ হওয়া র‌্যাব সদস্য অভিজিৎ কুমার সিংয়ের (২৮) পর টুম্পা রানী দাসও (২৮) মারা গেছেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। চিকিৎসকের বরাত দিয়ে টুম্পার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি জানান, টুম্পার শরীরের ৭০ শতাংশ দগ্ধ ছিল। আইসিইউতে তার মৃত্যু হয়েছে। দগ্ধ টুম্পা রাণী দাসের স্বজনরা জানান, টুম্পার পরিবারটি নিতাইগঞ্জের একটি বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাটে ভাড়া থাকে। টুম্পার স্বামী হরি কমল দুবাই প্রবাসী। এই দম্পতির দুই ছেলে রয়েছে। ১৩ সেপ্টেম্বর রাতে ফ্ল্যাটের একরুমে টুম্পার দুই ছেলে ও দেবর জনি দাস ঘুমিয়ে ছিলেন। ভোর ৪টার দিকে হঠাৎ টুম্পার চিৎকার শুনে তাদের ঘুম ভেঙে যায়। তখন তারা দেখেন, টুম্পার রুমে আগুন জ্বলছে। একসঙ্গে টুম্পা ও অভিজিৎ ওই ঘরে ছিলেন। তাৎক্ষণিক বাথরুম থেকে পানি এনে ঘরের আগুন নেভান তারা। তবে গুরুতর দগ্ধ হন টুম্পা ও অভিজিৎ। দগ্ধদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এর আগে গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিজিৎ। অভিজিৎ র‌্যাব-১১ এর সদস্য। তার বাড়ি জয়পুরহাট সদর উপজেলার জয় কৃষ্ণপুর গ্রামে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App