×

সারাদেশ

খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:২০ পিএম

খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে

ছবি: ভোরের কাগজ

ঢাকা আফিনজা জুয়েলার্সের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, তরুন সমাজ সেবক ও বানা যুবলীগের সভাপতি কাজী মনিরুল হক বলেছেন, খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে।

হাজার হাজার ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতিতে শুক্রবার ( ১৫ সেপ্টেম্বর ) বিকেলে উপজেলার হেলেঞ্চা যুব সমাজের আয়োজনে নারী ফুটবল টুর্নামেন্টে আকর্ষণীয় খেলার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খেলার মাঠে চারপাশে হাজার হাজার ফুটবল প্রেমিকদের ভীরে সবুজ চত্বরের ঐতিহ্যবাহী হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের সবুজ চত্বরের খেলার মাঠটি সৌন্দর্যের মহিমায় সজ্জিত হয়ে ওঠে।

গোলের কাছে বল দেখা মাত্রই ফুটবল খেলা প্রিয় দর্শকদের মুখে গোল গোল বলে হৈচৈ করে খোলোয়ারদের উৎসাহ দিতে আনন্দে নাচতে থাকে ফুটবল ভক্ত দর্শকেরা।

ঢাকা ও বরিশাল বিভাগের নারী ফুটবল একাদশের পক্ষে জাতীয় নারী ফুটবল খেলোয়াররা এ আকর্ষণীয় ফূটবল খেলায় অংশ গ্রহণ করেন।

করতালি দিয়ে খেলোয়ারদের উৎসাহ জোগাতে কৃপণতা করে না দর্শকরা। ৯০ মিনিটের এ প্রীতি ম্যাচটি বরিশাল বিভাগের নারী ফুটবল একাদশ ৪-২ গোলে ঢাকা বিভাগের নারী ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

এ সময় প্রধান অতিথি মনিরুল হক বলেন, খেলাধুলাই পারে মাদকমুক্ত সমাজ গড়তে। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়।

যুবলীগ নেতা মনির বলেন, সকল শ্রেণি-পেশার মানুষকে খেলাধুলার মান উন্নয়নে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও সুযোগ দিতে হবে। তবেই আগামী দিনে আমরা সুস্থ ও মেধাসম্পন্ন জাতি উপহার পাবো।

ঢাকা আফিনজা জুয়েলার্সের চেয়ারম্যান কাজী মনির বলেন, আগামী বাংলাদেশ হবে তারুণ্যদীপ্ত বাংলাদেশ। আজকের যুবসমাজ হবে আগামী বাংলাদেশের কান্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে। শিক্ষাদীক্ষায় খেলাধুলায় হতে হবে সেরা।

বিশিষ্ট ব্যবসায়ী কাজী মনিরুল হক বলেন, নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়াতে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করলে বিশ্বের মানচিত্রে গর্বিত বাংলাদেশ অর্জিত হবে।

এ সময় বুড়াইচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওহাব পান্নু মিয়ার সভাপতিত্বে কাজী মনিরুল হকের সহধর্মিণী ,রোজ মটরসের পরিচালক ও বিশিষ্ট সমাজ সেবক মো. রবিউল ইসলাম রবিন, ডা. ছানোয়ার,রিয়াজ আহমেদসহ মিডিয়াকর্মী, ও সুধী জনেরা অংশ গ্রহণ করেন।

ধারাভাষ্যকার হিসেবে ছিলেন যুবনেতা বাবুল আক্তার ও সমগ্র খেলাটি পরিচালনা করেন, আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আসলাম হোসেন।

খেলার শেষে উভয় দলের সকল খেলোয়ারদের মাঝে পুরস্কারসহ নগদ সম্মানী প্রদান করা হয়েছে।

এছাড়াও অন্যান্য অতিথিদেরকে সম্মানা ও পুরস্কার দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App