×

সারাদেশ

গোমস্তাপুরে অতিরিক্ত গতি কেড়ে নিল ব্যাংক কর্মকর্তার প্রাণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৯ পিএম

গোমস্তাপুরে অতিরিক্ত গতি কেড়ে নিল ব্যাংক কর্মকর্তার প্রাণ

গোমস্তাপুরে অতিরিক্ত গতি কেড়ে নিল ব্যাংক কর্মকর্তার প্রাণ। ছবি: গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় নাজমুল হক (রিপন) (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর ) বিকেল ৩টার দিকে নাচোল-রহনপুর সড়কের রহনপুর পৌর এলাকার বহিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল হক রিপন রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা থানার কোট স্টেশনের কোট কলেজ পাড়ার মৃত সাইজুদ্দিনের ছেলে।

গোমস্তাপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, মৃত ব্যক্তি নাজমুল হক রিপন ছিলেন বাংলাদেশ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এজিএম। তিনি বর্তমানে রাজশাহীতে কর্মরত ছিলেন। শুক্রবার বিকেলে ব্যাটারি চালিত অটো গাড়িযোগে সহকর্মীর সাথে নাচোল উপজেলা থেকে রহনপুর উদ্দেশ্যে আসার পথে বহিপাড়া নামক স্থানে অতিরিক্ত গতি কারণে বাঁক ঘুড়তে গেলে অটো গাড়িটি উল্টে যায় এবং মৃত ব্যক্তি অটো গাড়িরর নিচে পড়ে গেলে মাথায় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত হয়। সুরতহাল রিপোর্ট শেষে মৃত ব্যক্তির লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App