×

সারাদেশ

জীবাশ্ম জ্বালানিমুক্ত জলবায়ু ন্যায্যতার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪১ পিএম

জীবাশ্ম জ্বালানিমুক্ত জলবায়ু ন্যায্যতার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

জীবাশ্ম জ্বালানিমুক্ত জলবায়ু ন্যায্যতার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন। ছবি: পঞ্চগড় প্রতিনিধি

জলবায়ু পরিবর্তনের ফলে প্রতিনিয়ত দেশের পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে। বাংলাদেশে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বেড়ে যাওয়ায় এর ক্ষতিকর প্রভাবের কারণে স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। জীবাশ্ম জ্বালানিমুক্ত জলবায়ু ন্যায্যতার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করা হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে ওয়াটার কিপার্স, ব্রতি এবং পঞ্চগড় থিয়েটারের যৌথ আয়োজনে মানববন্ধন করা হয়। এতে পঞ্চগড়ের মুক্তিযোদ্ধা, পরিবেশ কর্মী, নাট্যকর্মী, আইনজীবী, শিক্ষক, স্থানীয় শ্রমিকরা ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন।

এ সময় পঞ্চগড় থিয়েটারের প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক এডভোকেট জিল্লুর রহমান সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা অগ্নিকন্যা ফিরোজা খন্দকার চামেলি, সাবেক অধ্যাপক এ এইচ এম হাসনুর রশিদ খান বাবু, শ্রমিক নেতা শাহিন হোসেন, গনমাধ্যমকর্মীসহ সংগঠনের সদস্যরা বক্তব্য রাখেন।

বক্তাদের দাবি সম্প্রতি ইট ভাটা, কল-কারখানা এবং যানবাহনে জীবাশ্ম জ্বালানির ব্যাপক ব্যবহারের ফলে বাংলাদেশের পরিবেশ হুমকির মুখে পড়েছে। যা জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ। অতি দ্রুত জীবাশ্ম জ্বালানির ব্যাবহার কমিয়ে জলবায়ু ন্যায্যতার ভিত্তিতে নবায়নযোগ্য জ্বালানির। ব্যবহার বাড়ানোর দাবি জানান বক্তারা। সেই সাথে বক্তারা জানান জাতিসংঘের অধীনে আগামী সাধারণ অধিবেশনে জীবাশ্ম জ্বালানির বিষয়ে আলোচনার দাবিও মানববন্ধনে জানান তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App