×

সারাদেশ

চট্টগ্রামে ভেজাল-মানহীন চা পাতার রমরমা ব্যবসা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২০ পিএম

চট্টগ্রামে ভেজাল-মানহীন চা পাতার রমরমা ব্যবসা

চট্টগ্রামে ভেজাল চা পাতা প্যাকিং ও বাজারজাতকরনের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন বাংলাদেশ চা বোর্ডর উপসচিব ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন। ছবি: সংগৃহীত

অগ্রিম উৎপাদনের তারিখ চায়ের প্যাকেটে! নেই কোন অনুমোদন। 
চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন স্থানে একশ্রেণীর মুনাফালোভী-অসাধু ব্যবসায়ী ভেজাল-মানহীন-স্বাস্থের জন্য ক্ষতিকর চা প্যাকেটজাত করে নির্বিচারে বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করে আসছে। প্যাকেটজাত চা বাজারে আসার আগেই প্যাকেটের গায়ে অগ্রিম উৎপাদন তারিখ ছাপিয়ে তা বাজারজাত করছিল চট্টগ্রামের একটি প্রতিষ্ঠান। আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) হলেও প্যাকেটের গায়ে ছাপানো হয়েছে উৎপাদনের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৩ লেখা রয়েছে। এভাবেই ব্যবসা করে আসছিল নগরীর সদরঘাট এলাকার ‌‌‌'কর্নফুলী চা ঘর' নামে একটি প্রতিষ্ঠান। একই এলাকার 'হক টি হাউস'ও একইভাবে চা বোর্ড এবং বিএসটিআইয়ের কোন অনুমতি ছাড়াই ব্যবসা করে আসছিল দীর্ঘদিন। তবে অবশেষে এসব অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানে চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাসহ বিপুল পরিমান চা জব্দ করেছেন। এই ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, বাংলাদেশ বোর্ডের ব্লেন্ডার লাইসেন্স না থাকা, চা ক্রয়ের যথাযথ ডকুমেন্ট না থাকা, অনুমোদহীন ব্র্যান্ড এবং প্যাকেটে চা বোর্ডের লোগো ও উৎপাদনের অগ্রিম তারিখ ব্যবহারের অপরাধে ‘কর্ণফুলি চা ঘর’ এ অভিযান চালিয়ে ৩০ বস্তা লেবেলবিহীন চা এবং ৫২টি প্যাকেজিং রোল জব্দ করেছে চা বোর্ডের ভ্রাম্যমান আদালত। এছাড়া একই অপরাধে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ‘হক টি হাউজ’কে প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আদালত। চট্টগ্রাম শহরের সদরঘাট এলাকায় বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর ) অভিযান চালিয়ে এ নির্দেশনা দেয়া হয়। হক টি হাউজ চা বোর্ডের ব্লেন্ডার লাইসেন্স এবং বিএসটি আই লাইসেন্স ছাড়াই ‘হক টি’ নামে ব্র্যান্ডে মেয়াদউত্তীর্ণের তারিখ ব্যবহার না করেই চা প্যাকেট করে বিক্রি করছিল বলে প্রমাণ পায় আদালত। অভিযানের ব্যাপারে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন বলেন, কর্ণফুলি চা ঘর তাদের অনুমোদহীন প্যাকেটে চা বোর্ডের লোগো ব্যবহার করে ভোক্তাদের প্রতারিত করছিলো। চায়ের এসব অবৈধ ব্যবসা ও প্রতারণা বন্ধে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে চা বোর্ডের ভ্রাম্যমান আদালত। চা বোর্ডের বিপণন কর্মকর্তা আহসান হাবিব, সহকারী পরিচালক আব্দুল্লাহ আল বোরহান এবং ফটোগ্রাফার শাহ আকিব মর্তুজা এবং সদরঘাট থানার পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, চট্টগ্রামের সীতাকুন্ডসহ নগরী ও জেলার বিভিন্ন এলাকাতেও ভেজাল ও নিম্নমানের চা পাতা নানা নামে প্যাকেট করে বাজারজাত করে আসছে অসাধু মুনাফালোভী কিছু ব্যবসায়ী। এদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App