×

সারাদেশ

টানা বৃষ্টিতে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়েছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০২ পিএম

টানা বৃষ্টিতে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়েছে
রাঙামাটির কাপ্তাই কৃত্রিম হ্রদ সংলগ্ন আশপাশের উপজেলা গুলোতে বৃষ্টি হওয়ায় উজান থেকে নেমে আসা পানিতে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটে উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ২০৫ মেগাওয়াট। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদ পানিতে ভরপুর। সোমবার (১১সেপ্টেম্বর) দুপুরের দিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কাপ্তাইয়ের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আবদুজ্জাহের ভোরের কাগজকে বলেন, হ্রদে পানি পরিপূর্ণ থাকায় সকাল থেকে রাত পর্যন্ত কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট পুরোদমে চালু রাখতে পারায় ২০৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে কাপ্তাই পাওয়ার স্টেশন থেকে জাতীয় গ্রিডে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে। তিনি আরও বলেন, কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন। বর্তমানে হ্রদে ওয়াটার লেভেল রয়েছে ১০৬ দশমিক ৩৪ মীন সী লেভেল, রুলকার্ভ ১০১ দশমিক ৭ ফুট মীন সী লেভেল (এমএসএল) রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App