×

সারাদেশ

৩৫ লাখ টাকা মূল্যের সরকারি সম্পদ ছাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৭ পিএম

৩৫ লাখ টাকা মূল্যের সরকারি সম্পদ ছাই

ধরলা নদীতে চলন্ত স্পিডবোটে অগ্নিকাণ্ড। তৈয়বুর রহমান, কুড়িগ্রাম

কুড়িগ্রামের ধরলা নদীতে চলন্ত স্পিডবোটে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

রবিবার (১০ সেপ্টেম্বর) সকালে ধরলা নদীতে একটি স্পিডবোটে আগুন লাগার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি কোথায় ঘটেছে তা নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা শুরু হয়।

পরবর্তীতে সাংবাদিকদের অনুসন্ধানে জানা যায়, গত শনিবার জেলার উলিপুর উপজেলার দুর্গম চরাঞ্চল বেগমগঞ্জ ইউনিয়নের সরকার পাড়া এলাকার ধরলা নদীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ওইদিন বিকালে ধরলানদীর সরকারপাড়া এলাকায় কুড়িগ্রাম সদর উপজেলা উপজেলা প্রশাসনের একটি স্পিডবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অনেক চেষ্টার পরেও আগুন নিভাতে পারি নাই। পেট্রোল থাকার কারণে আগুন নেভানো সম্ভব হয়নি।

এ ব্যাপারে স্পিডবোট চালক নবির ইসলাম বলেন, আমি নতুন এখানে যোগদান করেছি। আমি স্পিডবোটটি চালাই নাই। যতটুকু জানতে পেরেছি কেউ একজন চালাতে গিয়ে চলন্ত অবস্থায় একটি ইঞ্জিন বন্ধ হয়ে আগুন লাগে এবং স্পিডবোটটি পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

স্পিডবোটটির আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা হবে বলে স্থানীয়দের ধারণা। আজ (রবিবার) উপজেলা প্রশাসনের লোকজন এসে অগ্নিকাণ্ডে ভষ্মিভূত স্পিডবোটটি দেখে গেছেন। উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্পিডবোট চালক নিজে চালিয়ে চিলমারির রমনা ঘাট থেকে কুড়িগ্রামের ধরলা ব্রিজের কাছে নিয়ে আসার পথে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি, তদন্ত চলছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App