×

সারাদেশ

বিভক্তি ভুলে একসঙ্গে মাঠে আবদুল মালেক উকিল পরিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৩ পিএম

বিভক্তি ভুলে একসঙ্গে মাঠে আবদুল মালেক উকিল পরিবার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, আওয়ামী লীগের সাবেক সভাপতি, পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সাবেক বিরোধী দলীয় নেতা ও জাতীয় সংসদের সাবেক স্পিকার আবদুল মালেক উকিলের পরিবারের সদস্যারা বিভক্তি ভুলে একসঙ্গে মাঠে কাজ করছেন। শেখ হাসিনা ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নেতা আবদুল মালেক উকিলের জ্যেষ্ঠ পুত্র গোলাম মহি উদ্দিন লাতুকে নোয়াখালী-৪ আসনে দলীয় মনোনয়ন দিয়ে মূল্যায়ন করেছেন। এখানে দল-মত নির্বিশেষে আবদুল মালেক উকিলের জনপ্রিয়তা থাকলেও দলের ঐক্যের অভাবে গোলাম মহি উদ্দিন লাতু তখন নির্বাচিত হতে পারেননি। তাদের পরিবারেও ছিল দ্বিধা বিভক্তি। ফলে দীর্ঘদিন আবদুল মালেক উকিল পরিবারের সদস্যরা অনেকটা উপ্রেক্ষিত হয়ে রয়েছেন। জাতীয় নেতা আবদুল মালেক উকিল পরিবার থেকে রাজনীতিতে দক্ষ কোন নেতা তৈরি না হলেও বর্তমানে তার যোগ্য উত্তরসূরী হিসেবে রাজনীতির মাঠে অবস্থান তৈরি করে নিয়েছেন ছাত্র ও যুবলীগের রাজনীতিতে সাংগঠনিক দক্ষতা সম্পন্ন তার ভ্রাতুষ্পুত্র এডভোকেট শিহাব উদ্দিন শাহিন। ইত্যেমধ্যে শাহিন তার সততা ও যোগ্যতায় নোয়াখালীর রাজনীতিতে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিয়েছেন। বর্তমানে শিহাব উদ্দিন শাহিনকে নিয়ে স্বপ্ন বুনছেন মালেক পরিবার। এবার পারিবারিক সকল দ্বিধা বিভক্তি ভুলে একসঙ্গে মাঠে কাজ করছেন আবদুল মালেক উকিলের জ্যেষ্ঠ পুত্র জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি গোলাম মহি উদ্দিন লাতু ও কনিষ্ঠ পুত্র সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার উদ্দিন খেলন এবং তার ভ্রাতুষ্পুত্র জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস জাহের। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করাতে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা নিয়ে গত কয়েক মাস যাবৎ সভা, সমাবেশ ও গণসংযোগ করেছেন মালেক পরিবারের সদস্যরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ আসনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর আবদুল মালেক উকিল পরিবার থেকে যেকোন সদস্যকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দিয়ে মূল্যায়নের দাবি তোলা হয়েছে। আগামী নির্বাচনে মরহুম আবদুল মালেক উকিলের ভ্রাতুষ্পুত্র জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহিন নোয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। আবদুল মালেক উকিলের কনিষ্ঠ পুত্র সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার উদ্দিন খেলন বলেন, আমার বাবা আবদুল মালেক উকিল ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর। তার মৃত্যুতে আমাদের পরিবারে অন্ধকার নেমে আসে। তবে জাতির পিতা যেভাবে বাবাকে (মালেক উকিল) তার স্নেহে আগলে রাখতেন, ঠিক তেমনি তার সুযোগ্য কন্যাও আমাদেরকে স্নেহ-মমতায় আগলে রেখেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App