×

সারাদেশ

প্রতিটি জেলায় মডেল মন্দির নির্মাণ ও দুর্গাপূজায় ৪ দিনের সরকারি ছুটি দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:১২ পিএম

প্রতিটি জেলায় মডেল মন্দির নির্মাণ ও দুর্গাপূজায় ৪ দিনের সরকারি ছুটি দাবি

প্রতিটি জেলায় মডেল মন্দির নির্মাণ ও দুর্গাপূজায় ৪ দিনের সরকারি ছুটি দাবি

আসন্ন শারদীয় দুর্গোৎসবে চারদিনের সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ। পাশাপাশি দেশের ৬৪ জেলায় মডেল মন্দির নির্মাণ, বেদখল হওয়া মঠ-মন্দির, দেবোত্তর সম্পত্তি উদ্ধার ও সংরক্ষণে আইন প্রণয়ন, সা¤প্রদায়িক হামলায় বিধ্বস্ত মন্দির, বাড়ি সরকারি উদ্যোগে পুননির্মাণের দাবি জানানো হয়।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি আগামী বুধবার (৬ সেপ্টেম্বর) জন্মাষ্টমী উৎসব উপলক্ষে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে আগামী ৫ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচদিনব্যাপি জন্মাষ্টমী উৎসব নগরীর জেএম সেন হলে উদ্যাপিত হবে।

সংবাদ সম্মেলনে জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সুকুমার চৌধুরী বলেন, চট্টগ্রামে ৪০ বছর ধরে জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হচ্ছে। জন্মাষ্টমীর দিন ৬ সেপ্টেম্বর সকালে ঐতিহ্যবাহী জন্মাষ্টমী মহাশোভাযাত্রা, মাতৃসম্মেলন, বিকেলে সনাতন ধর্মমহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়া বিভিন্ন জেলায় বস্ত্র বিতরণ, রক্তদান, অনাথ-দুস্থদের খাদ্য সামগ্রী বিতরণ, গীতা পাঠ, সন্ধ্যারতি, জন্মাষ্টমী পূজা-ভোগ, দেশ জাতির কল্যাণ এবং করোনা, ডেঙ্গু, যুদ্ধ, অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি থেকে মুক্তির জন্য সমবেত প্রার্থনা করা হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন, সাবেক সাধারণ সম্পাদক তপন কান্তি দাশ, চন্দন তালুকদার, বিমল কান্তি দে, নগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ ভট্টাচার্য, চসিক কাউন্সিলর জহর লাল হাজারী, শৈবাল দাশ সুমন, রুমকি সেন গুপ্ত প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App