×

সারাদেশ

নীলফামারী জেলা পরিষদের অর্থায়নে বৃদ্ধাশ্রম তৈরির উদ্যোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৮ পিএম

নীলফামারী জেলা পরিষদের অর্থায়নে বৃদ্ধাশ্রম তৈরির উদ্যোগ
নীলফামারী জেলা পরিষদের অর্থায়নে বৃদ্ধাশ্রম তৈরির উদ্যোগ
নীলফামারী জেলা পরিষদের অর্থায়নে বৃদ্ধাশ্রম তৈরির উদ্যোগ

নীলফামারী জেলা পরিষদের অর্থায়নে বৃদ্ধাশ্রম তৈরির উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড মমতাজুল হক।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে এম আর কন্সট্রাকশনের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব মো. মিজানুর রহমান তার ব্যক্তিগত ৩৫ শতাংশ জমি ওই বৃদ্ধাশ্রমের নামে দান করার প্রস্তাব দিলে এ বৃদ্ধাশ্রমটি জেলা পরিষদ এর অর্থায়নে পরিচালনার উদ্যোগ গ্রহণ করেন তিনি।

এম আর কন্সট্রাকশনের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব মো. মিজানুর রহমান জানান, ‘দীর্ঘদিন ধরে নীলফামারীর সদরে আমার ব্যক্তিগত ৩৫ শতাংশ জমির উপর একটি বৃদ্ধাশ্রম তৈরির ইচ্ছা ছিলো। কিন্তু সেটি পরিচালনার জন্য অনেক অর্থের প্রয়োজন। তাই বিষয়টি জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মমতাজুল হক ভাইকে প্রস্তাব দিলে নীলফামারী জেলা পরিষদের অর্থায়নে সেটি পরিচালনার জন্য উদ্যোগ গ্রহণ করেন তিনি। আমরা দ্রুততম সময়ের মধ্যেই এটি বাস্তবায়ন করবো।’

জানতে চাইলে বাংলাদেশ আওয়ামী লীগ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক ও নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড মমতাজুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনগণের জন্য কাজ করছেন। আজ উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। গণমানুষের জন্য সার্বজনীন পেনশন বাস্তবায়ন এটি আরও একটি দৃষ্টান্ত। যেহেতু নীলফামারী সদরে কোন বৃদ্ধাশ্রম নেই, সেকারণে এম আর কনষ্ট্রাকশনের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব মিজানুর রহমানের দেয়া প্রস্তাব অনুযায়ী তার ব্যক্তিগত ৩৫ শতাংশ জমির উপর একটি বৃদ্ধাশ্রম তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে ৷ বৃদ্ধাশ্রমটি জেলা পরিষদের নিজস্ব তহবিল হতে পরিচালিত হবে।’

তবে, নীলফামারী জেলা সদরে এই প্রথমবারের মত বৃদ্ধাশ্রম তৈরি বৃদ্ধাশ্রমটি বাস্তবায়ন হলে শেষ বয়সে বৃদ্ধ বাবা-মায়েরা খুঁজে পাবে তাদের নিরাপদ আশ্রয়স্থল ৷ আর তাই এ অঞ্চলের বিত্তবানদের এগিয়ে আসারও আহবান জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড মমতাজুল হক ৷

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App