×
Icon এইমাত্র
ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ফাঁকি মামলার শুনানি চলছে

সারাদেশ

আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৭ পিএম

আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ছবি: ভোরের কাগজ

আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
আলফাডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

মহিরুন্নেছা-ছানোয়ার খান মানবতার কল্যাণ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় মনোরম পরিবেশে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. আলী আকসাদ ঝন্টু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস, আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ্ মো. জাহাঙ্গীর আলম, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. আবু তাহের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, সরকারি ব্রজলাল কলেজের গনিত বিভাগীয় প্রধান মো. হাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দীন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমান, আলফাডাঙ্গা আরিফুজ্জামান পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজাদুল ইসলাম ও মহিরুন্নেছা-ছানোয়ার খান মানবতার কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ছানোয়ার খান,উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেন প্রমুখ।

এছাড়াও কৃতি শিক্ষার্থী মনিরুল ইসলাম, রিয়াজুল ইসলাম, সাবিহা সুলতানা ও মিফতাদুল ইসলাম বক্তব্য প্রদান করেন।

উল্লেখ্য, ২০২৩ সালে আলফাডাঙ্গা উপজেলায় এসএসসিতে ২৪ জন, দাখিলে ২ জন ও কারিগরি বোর্ড থেকে ২৬ জন শিক্ষার্থীসহ মোট ৫২ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App