×

সারাদেশ

রাতে বর, সকালে লাশ হলেন জাকরিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩, ০৪:০৩ পিএম

রাতে বর, সকালে লাশ হলেন জাকরিয়া
রাতে বর, সকালে লাশ হলেন জাকরিয়া হোসেন (২০)। সে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বারইল কুটিপাড়া গ্রামের রেজাউলের ছেলে। মঙ্গলবার (২৯ আগস্ট ) সকাল ৯ টায় দুপচাঁচিয়া উপজেলার বারো মাইল নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়। দুই ভাই বোনের মধ্যে সে ছিল বড়। জানা গেছে, বুধবার (২৮ আগস্ট) দিবাগত রাত একটায় বর সেজে বিয়ে করতে যান একই উপজেলার বুড়াইল মহল্লায়। ওই মহল্লার আব্দুর রহিমের কন্যা জেমি আক্তারকে বিয়ে করেন এবং রাতেই বউ নিয়ে নিজ বাড়ি বারোইল কুটিপাড়া গ্রামে ফিরেন। বাসর রাত পার হয়ে মঙ্গলবার সকালে মোটরসাইকেল নিয়ে দুপচাঁচিয়া বাজার বের হোন। আর বাজারে যাওয়ার পথে কাহালু উপজেলার বারোমাইল নামক স্থানে একটি ট্রাক্টর তার মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিয়ের ৯ ঘণ্টার পার না হতেই লাশ হয়ে বাড়ি ফিরলেন জাকারিয়া। অপরদিকে একই সময়ের ব্যবধানে বিধবার খাতায় নাম লেখান নববধূ জেমি আক্তার। নিহত জাকারিয়া দুঁপচাচিয়া শহরের একটি টাইলস ফ্যাক্টরিতে চাকরি করতেন। জাকারিয়ার অকাল মৃত্যুতে নিজ ও শ্বশুর বাড়িসহ দুই পরিবারে এখন মাতম চলছে। সেই সঙ্গে এ ঘটনায় এলাকা জুড়ে নেমেছে শোকের ছায়া। জাকারিয়া হোসেনের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান। তিনি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ নিয়ে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App