×

সারাদেশ

ভৈরব নদ থেকে চীনা প্রকৌশলীর মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৩, ০২:০২ পিএম

ভৈরব নদ থেকে চীনা প্রকৌশলীর মরদেহ উদ্ধার
ভৈরব নদ থেকে চীনা প্রকৌশলীর মরদেহ উদ্ধার
খুলনার খালিশপুরের ভৈরব নদ থেকে নিখোঁজের দুইদিন পর এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ আগস্ট) দুপুরে ভৈরব নদের ৭ নম্বর ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত কিউ ওয়াং জং নির্মাণাধীন ৮৩০ মেগাওয়াট রূপসা বিদ্যুৎকেন্দ্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। নগরীর খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল গিয়াস বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ২৪ আগস্ট সন্ধ্যায় ওয়াং জিও হুয়া চুল কাটানোর উদ্দেশ্যে কর্মস্থল খালিশপুরের ৮০০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট থেকে বের হন। এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। তার নিয়োগকারী সংস্থা থানডং সাংলং সাংহুই ইলেকট্রিক কোম্পানির পক্ষ থেকে ২৫ আগস্ট দুপুরে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। ওসি আরো বলেন, শনিবার সকালে ভৈরব নদে তার মরদেহ পাওয়া যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো: মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। ময়নাতদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App