×

সারাদেশ

মাধবখালী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৩, ০৬:৫৩ পিএম

মাধবখালী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

মাধবখালী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ছবি: মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

মাধবখালী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
মাধবখালী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় মাধবখালী ইউপি চেয়ারম্যন কাজী মিজানুর রহমান লাভলুর বিরুদ্ধে মেম্বারদের ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়নবাসী।

শুক্রবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় ইউনিয়ন পরিষদ সংলগ্ন কাঠালতলী বাসস্ট্যান্ডের মহাসড়কে এ মানববন্ধন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় ইউপি সদস্যসহ প্রায় অর্ধ সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।

জানা গেছে, গতকাল ২৪ আগস্ট কতিপয় মেম্বার মিলে সংবাদ সম্মেলন করে অপপ্রচার ও জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ করেন। পরে ২৫ আগস্ট সকালে ইউনিয়নের স্থানীয় সাধারণ জনগণের আয়োজনে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মাধবখালী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

বিক্ষোভ মিছিল পূর্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- রামপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, ১ নং ওয়ার্ডের মেম্বার লোকমান হোসেন, সংরক্ষিত নারী মেম্বার শিউলী বেগম, ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আমিনুল ইসলাম, ৫ নং ওয়ার্ডের সাবেক মেম্বার জাহাঙ্গীর আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম মৃধা, সাধারণ সম্পাদক আব্দুল হালিম মোল্লা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, নির্বাচনে হেরে কতিপয় ব্যক্তি ইউনিয়ন পরিষদের মেম্বারদের নিয়ে ষড়যন্ত্র করে পরিষদের সুনাম ক্ষুন্ন করছে। তাছাড়া এরা অধিকাংশ বিএনপিপন্থী বলে তারা এই অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত। তারা সাধারণ জনগণকে কিছু না দিয়ে নিজের বাড়ির দরজা আগে পাকা করেছে। অযৌক্তিক ও নিজ স্বার্থ হাসিলের জন্য এবং অবৈধ সুবিধা গ্রহণ করার জন্য চেয়ারম্যানের কাছে দাবি করেন। চেয়ারম্যান সেই সুযোগ না দেয়ায় তারা তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও অভিযোগ দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে হেয় প্রতিপন্ন করছেন বলেও তারা দাবি করেন। এছাড়া জননেত্রী শেখ হাসিনার কাছে এহেন ঘৃণ্য ষড়যন্ত্র ও অপপ্রচারের সঠিক তদন্ত করে কঠিন শাস্তির দাবি করে বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে তাদের এই কর্মসূচি সমাপ্ত করেন।

মাধবখালী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App