×

সারাদেশ

১৫ আগস্ট বাঙলির জন্য অমোচনীয় একটি কলঙ্কের দিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩, ০৮:০৬ পিএম

১৫ আগস্ট বাঙলির জন্য অমোচনীয় একটি কলঙ্কের দিন

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে সিইউজে’র মুখপত্র ‘বার্তাজীবী’র বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি প্রফেসর ড. অনুপম সেনসহ সাংবাদিক নেতারা। ছবি: চট্টগ্রাম অফিস

বিশিষ্ট সমাজবিজ্ঞানী-শিক্ষাবিদ প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, পঁচাত্তরের ১৫ আগস্ট বাঙালির জন্য অমোচনীয় কলঙ্কের একটি দিন। যে দেশি-বিদেশী আন্তর্জাতিক চক্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করেছির সেই চক্র কিন্তু এখনো সক্রিয়। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে যে উন্নতি করছে সেই উন্নয়নের গতিকে থামিয়ে দেয়ার জন্য কিন্তু ষড়যন্ত্রকারীরা নানাভাবে অপচেষ্টা করে যাচ্ছে। তাই আমাদের সকলকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, ১৯৬৬ সালেই ছয় দফা ঘোষণার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তির যে সনদ রচনা করেছিলেন ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তিনিই তা বাস্তবে রূপ দিয়েছেন। হাজার বছরের ইতিহাসে বঙ্গবন্ধুই একমাত্র বাঙালির মুক্তিত্রাতা।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)’র উদ্যোগে বৃহস্পতিবার (২৪ আগস্ট) চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইউজে সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, সিইউজে’র সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সিইউজে’র সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক আসিফ সিরাজ, সিইউজে’র সিনিয়র সহ-সভাপতি রুবেল খান, সহ-সভাপতি অনিন্দ্য টিটো, সিইউজে’র সাবেক সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, সাবেক যুগ্ম-সম্পাদক সবুর শুভ, অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরওয়ার কামাল। আলোচনা সভা পরিচালনা করেন সিইউজে’র যুগ্ম-সম্পাদক সাইদুল ইসলাম।

অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সিইউজে’র মুখপত্র ‘বার্তাজীবী’র বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে সিইউজে’র মুখপত্র ‘বার্তাজীবী’র বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি প্রফেসর ড. অনুপম সেনসহ সাংবাদিক নেতারা। ছবি: চট্টগ্রাম অফিস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App